For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ দেশজুড়ে পালিত হবে কৃষকদের 'রেল রোকো' কর্মসূচি, হতে পারে আংশিক চাক্কাজ্যামও

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দেশজুড়ে 'রেল রোকো' কর্মসূচি পালন করবেন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত চাষিরা৷ বুধবার একথা জানান ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত৷ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা এই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের বাসিন্দারাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন টিকাইত৷

দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ

দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ

টিকাইত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ করবেন আন্দোলনরত কৃষকরা৷ তাঁর অভিযোগ, মহামারী পরবর্তীকালে এখনও পর্যন্ত ট্রেনের সংখ্য়া যথেষ্ট পরিমাণে বাড়ায়নি কেন্দ্র৷ এতে মানুষের সমস্য়া বাড়লেও সরকারের কোনও হেলদোল নেই৷

তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় মাসের পর মাস ধর্না

তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় মাসের পর মাস ধর্না

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় মাসের পর মাস ধরনা চালিয়ে যাচ্ছেন কৃষকরা৷ পাশাপাশি, আংশিক চাক্কাজ্য়াম-সহ অন্যান্য় কর্মসূচিও পালন করছেন তাঁরা৷ এদিকে দেশের অন্য প্রান্তের মতো এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েত হবে। বাংলায় আসবেন আন্দোলনরত কৃষকরা। কয়েকদিন আগেই একথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷

লাল কেল্লায় হিংসার ঘটনায় মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিং গ্রেফতার

লাল কেল্লায় হিংসার ঘটনায় মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিং গ্রেফতার

এদিকে একদিন আগেই লাল কেল্লায় হিংসার ঘটনায় মোস্ট ওয়ান্টেড মনিন্দর সিংকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল পীতমপুরা থেকে গ্রেফতার করে মনিন্দরকে। তাঁর বাড়ি থেকে দুটি তলোয়ার বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল

ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল

লালকেল্লায় হিংসার ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সম্প্রতি, এই বিশেষ সেল জানতে পারে, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার সঙ্গে জড়িত ছিল স্বরূপ নগরের বাসিন্দা মনিন্দর সিং। ঘটনার সময় তাঁর তরোয়াল চালানোর একটি ছবিও প্রকাশ্যে আসে।

লালকেল্লায় যে তরোয়াল চালানো হয়েছিল সে দুটিই বাজেয়াপ্ত করে পুলিশ

লালকেল্লায় যে তরোয়াল চালানো হয়েছিল সে দুটিই বাজেয়াপ্ত করে পুলিশ

বিশেষ সেলের কর্তারা জানতে পারেন, মঙ্গলবার রাতে পীতমপুরায় সিডি ব্লক বাস স্টপে আসবেন মনিন্দর। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে লালকেল্লায় যে তরোয়াল চালানো হয়েছিল সে দুটিই বাজেয়াপ্ত করে পুলিশ।

English summary
Rail Roko by Farmers all across the country demanding withdrawal of three farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X