For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সহযোগীদের কাছে জোট ফর্মুলা কংগ্রেসের! প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে 'চূড়ান্ত' সিদ্ধান্ত

২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এমনটাই জানিয়েছেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এমনটাই জানিয়েছেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পি চিদাম্বরম বলেছেন, দলের তরফে কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে না।

সহযোগীদের কাছে জোট ফর্মুলা কংগ্রেসের! প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

চিদাম্বরম আরও বলেছেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাউকে তুলে ধরতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। অতীতে অনেকেই প্রধানমন্ত্রী হয়েছিলেন, যাঁদেরকে নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়নি। এমনটাও বলেছেন পি চিদাম্বরম।

এর আগে রাহুল গান্ধী জানিয়েছিলেন, যদি সহযোগিরা চায় তাহলে, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। তার জন্য উপায়ও বাতলে দিয়েছিলেন রাহুল। প্রথম ধাপ হিসেবে সব দলগুলিকে একসঙ্গে হতে হবে এবং বিজেপিকে পরাস্ত করতে হবে।

৫ অক্টোবর কংগ্রেস সভাপতি বলেছিলেন, সহযোগিদের সঙ্গে আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ায় দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হল একসঙ্গে বিজেপিকে পরাস্ত করতে হবে। দ্বিতীয় হল, নির্বাচন হওয়ার পর ঘটনা সম্পর্কে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে।

English summary
Rahul Gandhi won't be projected as Congress' PM face says P Chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X