For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশমন্ত্রকের অনুমতি ছাড়াই লন্ডন সফরে গিয়েছেন রাহুল! 'ফাঁস' চাঞ্চল্যকর তথ্য?

বিদেশমন্ত্রকের অনুমতি ছাড়াই লন্ডন সফরে গিয়েছেন রাহুল! 'ফাঁস' চাঞ্চল্যকর তথ্য?

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন আগেই ব্রিটেন সফরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী! সেখানের একটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে'র একটি অনুষ্ঠানে অংশ পর্যন্ত নেয়। আর সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই কার্যত মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। এমনকি ভারতের পরিস্থিতি ঠিক নেই বলেও মন্তব্য করেছিলেন প্রয়াত রাজীব-পুত্র। যা নিয়ে কম বিতর্ক হয়নি। আর সেই বিতর্কের মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সরকারি ছাড়পত্র ছাড়াই লন্ডন সফরে গিয়েছিলেন রাহুল। যা নিয়ে নতুন করে বিতর্কের মাত্রা যোগ হয়েছে। শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেস তরজাও।

অনুমতি নেননি নাকি রাহুল

অনুমতি নেননি নাকি রাহুল

বলে রাখা প্রয়োজন, সমস্ত সংসদ সদস্যকেই বিদেশ সফরের আগে বিদেশমন্ত্রকের তরফে অনুমোদন নিতে হয়। কিন্তু সূত্রের খবর, রাহুল গান্ধী লন্ডন সফরে গেলেও, মন্ত্রকের কাছ থেকে এই বিষয়ে কোনও অনুমতিই নেননি। আর এই খবর সামনে আসার পর থেকেই নয়া তরজা রাজ্য-রাজনীতিতে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপি দাবি, ভারতের আইনকে লঙ্ঘন করছেন রাহুল গান্ধী। নিয়ম মানছেন না। যদিও কংগ্রেসের দাবি, কেন্দ্র প্রতিহিংসা করছে রাহুল গান্ধীকে নিয়ে।

বাধ্যতামূলক এই অনুমতি নেওয়া-

বাধ্যতামূলক এই অনুমতি নেওয়া-

বলে রাখা প্রয়োজন, সমস্ত সংসদ সদস্যকেই বিদেশ যাত্রা করার আগে বিদেশমন্ত্রক থেকে রাজনৈতিক অনুমতি নেওয়ার প্রয়োজন হয়ে তজাকে। নুন্যতম সফরের তিন সপ্তাহ আগে সমস্ত তথ্য দিয়ে বিদেশমন্ত্রকে আবেদন জানাতে হয়। এছাড়াও, সমস্ত সংসদ সদস্যকে বিদেশমন্ত্রকএর মাধ্যমে বিদেশের কোনও সরকার, প্রতিষ্ঠান ইত্যাদি থেকে আমন্ত্রণ পেতে হয়। যদি কোনও সোজাসুজি নিমন্ত্রণ থাকে তাও মন্ত্রককে জানাতে হয়। সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই মন্ত্রক ছাড়পত্র দেয়। কিন্তু রাহুল গান্ধী এই বিষয়ে কোনও অনুমতি নেয়নি। এমনকি আবেদন পর্যন্ত করেননি বলে অভিযোগ সামনে আসছে।

একটি অনুষ্ঠানে অংশ নেন-

একটি অনুষ্ঠানে অংশ নেন-

বলে রাখা প্রয়োজন, রাহুল গান্ধী লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন। 'Ideas for India'- একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানে দাঁড়িয়েই বিজেপি শাসিত সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন করেন। ভারতে পরিস্থিতি ঠিক নয়। বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন রাহুল গান্ধী। তাঁর এহেন বার্তা'র পালটা প্রতিক্রিয়া দেয় বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বদনাম রাহুল করছেন বলেও তোপ দাগেন। আর এই অবস্থার মধ্যেই নয়া এই তথ্য যে রাজনৈতিক ভাবে কংগ্রেসের চাপ বাড়বে তা মেনে নিচ্ছেন অনেকেই। যদিও কঙ্ঘগ্রেসের দাবি, মিথ্যা তথ্য রটানো হচ্ছে।

মুকুলকেও ছাপিয়ে গেলেন! দিলীপের ভিনরাজ্যে পাড়ি উত্থান নাকি বাংলা থেকে অপসারণমুকুলকেও ছাপিয়ে গেলেন! দিলীপের ভিনরাজ্যে পাড়ি উত্থান নাকি বাংলা থেকে অপসারণ

English summary
Rahul Gandhi went to foreign trip without permission of foreign ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X