For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিদগ্ধ ফাইল বাঁচাতে পারবে না মোদীকে, বিচারের দিন আসন্ন, টুইটে তোপ রাহুলের

ফাইল আগুনে পুড়লেও বাঁচবেন না প্রধানমন্ত্রী। শাস্ত্রীভবনে আগুন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

ফাইল আগুনে পুড়লেও বাঁচবেন না প্রধানমন্ত্রী। শাস্ত্রীভবনে আগুন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মোদীকে তাঁর হুঁশিয়ারি, সামনেই আপনার বিচারের দিন। ফাইল আগুনে পুড়লেও কোনওভাবেই আপনি বাঁচতে পারবেন না। আপনার বিচার হবেই। জনতার আদালতেই আপনার বিচার হবে।

অগ্নিদগ্ধ ফাইল বাঁচাবে না মোদীকে, টুইটে তোপ রাহুলের

মঙ্গলবার দিল্লির শাস্ত্রভবনে আগুন লাগে। শাস্ত্রী ভবনের সাত তলায় এই আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় অনেক ফাইল আগুনে পুড়ে গিয়েছে। উল্লেখ্য, এই বাড়িতেই রয়েছে কেন্দ্রের আইন, তথ্য ও সম্প্রচার, মানব সম্পদ উন্নয়ন, পেট্রো কেমিক্যাল-সহ কর্পোরেট বিষয়ক অফিস।

এরপরই কংগ্রেস সভাপতি টুইট করেন। সেই টুইটে তিনি ইঙ্গিত করেন অগ্নিকাণ্ডের পিছনে মোদি সরকারের আতঙ্ক কাজ করেছে। অন্তত হাত শিবির এমনটাই মনে করছে। এদিন টুইটারে রাহুল লেখেন- মোদীজি অগ্নিদগ্ধ ফাইল আপনাকে বাঁচাতে পারবেন না। আপনার বিচারের দিন সামনে।

অন্যদিকে, এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে নোটিশ পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়ে তাঁর নাগরিকত্ব সম্পর্কিত সব প্রমাণ চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপির সংসদ সুব্রহ্মণিয়ান স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহুলকে নোটিশ পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর রাহুলের এই তোপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Rahul Gandhi takes on PM Narendra Modi on fire issue in Shastri Bhawan. He says the fire will not save you, the justice is ahead for you.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X