For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-আরএসএসের আদর্শ ভাঙছে দেশকে, ভারত পরিক্রমায় বেরিয়ে নিশানা রাহুলের

বিজেপি-আরএসএসের আদর্শকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় বেল্লারির মেগা সমাবেশ থেকে গর্জে ওঠেন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি-আরএসএসের আদর্শকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় বেল্লারির মেগা সমাবেশ থেকে গর্জে ওঠেন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে। রাহুল বলেন, বিজেপি আর আরএসএসের আদর্শই ভাঙছে দেশকে। আমাদেরকে দেশ গড়তে হবে। দেশকে এক সূত্রে বাঁধতে হবে।

বিজেপি ও আরএসএসের আদর্শ দেশকে ভেঙে ফেলছে

বিজেপি ও আরএসএসের আদর্শ দেশকে ভেঙে ফেলছে

কর্নাটকের বেল্লারিতে এক মেগা সমাবেশে বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বিজেপি ও আরএসএস দেশকে ভাঙছে, আমরা ভারত জুড়তে চাইছি। তাই আমরা বেরিয়েছি পথ পরিক্রমায়। আমরা এই যাত্রার নাম দিয়েছি ভারত জোড়ো যাত্রা। হাজার হাজার মানুষ মনে করে যে, বিজেপি ও আরএসএসের আদর্শ দেশকে ভেঙে ফেলছে।

কর্নাটকের বেল্লারিতে মেগা সমাবেশে রাহুল গান্ধী

কর্নাটকের বেল্লারিতে মেগা সমাবেশে রাহুল গান্ধী

কন্যাকুমারী থেকে ৭ সেপ্টেম্বর শুরু হওয়া ৩৫৭০ কিলোমিটার ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। শনিবার তার ৩৮তম দিন। এই ৩৮তম দিনে কর্নাটকের বেল্লারিতে মেগা সমাবেশে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যা কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পথ পরিক্রমা বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভারতে ৪৫ বছরে মধ্যে সবথেকে বেশি বেকার

ভারতে ৪৫ বছরে মধ্যে সবথেকে বেশি বেকার

রাহুল গান্ধী সমাবেশে বলেন, আজ ভারতে ৪৫ বছরে মধ্যে সবথেকে বেশি বেকার রয়েছে। অথচ মোদীজি আট বছর আগে ক্ষমতায় এসেছিলেন প্রতি বছর ২ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে। সেই চাকরিগুলি কোথায়, কত কোটি যুবক চাকরি পেয়েছেন? কর্মসংস্থান বা চাকরি তো হয়নি, নতুন করে কোটি কোটি যুবক বেকার হয়েছেন দেশে।

কেন কর্নাটকে ২.৫ লক্ষ সরকারি পদ খালি

কেন কর্নাটকে ২.৫ লক্ষ সরকারি পদ খালি

রাহুল গান্ধী এদিন প্রশ্ন ছুড়ে দেন, কেন কর্নাটকে ২.৫ লক্ষ সরকারি পদ খালি পড়ে রয়েছে। আপনি যদি পুলিশ সাব-ইন্সপেক্টর হতে চান, তাহলে আপনি ৮০ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরি পেতে পারেন। আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি কর্নাটকে সরকারি চাকরি কিনতে পারবেন। যদি আপনার টাকা না থাকে, তবে সারা জীবন আপনাকে বেকার হয়ে থাকতে হবে।

রাজনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে দীর্ঘ পদযাত্রা

রাজনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে দীর্ঘ পদযাত্রা

এর আগে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে দীর্ঘ পদযাত্রা করে সফল হয়েছে। রাহুল গান্ধীও সেই লক্ষ্যে ভারত পরিক্রমায় নেমেছে। এখন প্রশ্ন, ভারত জোড়ো যাত্রায় সাফল্যে কি ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? চেষ্টার ত্রুটি রাখছেন না রাহুল গান্ধী। রাহুলের লক্ষ্য কংগ্রেসকে আলোর সরণিতে আনা, আর সেই লক্ষ্যে তিনি জনসংযোগকেই হাতিয়ার করেছেন।

ভারত জোড়ো যাত্রায় প্রতিদিন ১২ ঘণ্টা করে হাঁটাছেন রাহুল

ভারত জোড়ো যাত্রায় প্রতিদিন ১২ ঘণ্টা করে হাঁটাছেন রাহুল

কংগ্রেস বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ১৯৯৮ থেকে ২০০৪ সালে পর্যন্ত যে কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে কংগ্রেসকে, এবার ২০১৯-এর পর ফের সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তারা। সামনেই ৮-১০টি রাজ্যের বিধানসভা নির্বাচন, তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে। তাই ঘুরে দাঁড়াতে ভারত জোড়ো যাত্রায় প্রতিদিন ১২ ঘণ্টা করে হাঁটাছেন রাহুল। মাঝে-মধ্যে করছেন সমাবেশ।

English summary
Rahul Gandhi takes on BJP and RSS from a mega rally among journey in ‘Bharat Jodo Yatra’ before 2024.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X