For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে উৎখাত করতাম, লাদাখ ইস্যুতে মোদীকে খোঁচা রাহুলের

Google Oneindia Bengali News

ফের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। হাথরাস, কৃষি আইন ইস্যুতে ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছিলেন রাহুল। তবে এর মাঝে লাদাখ ইস্যু নিয়ে চুপ করে গিয়েছিলেন রাহুল গান্ধী। তবে এদিন ফের লাদাখ নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। এদিন হরিয়ানায় কৃষকদের সভায় ফের গর্জে ওঠেন রাহুল।

দেশের ভিতরে পা রাখার ক্ষমতা চিনের ছিল না

দেশের ভিতরে পা রাখার ক্ষমতা চিনের ছিল না

এদিন রাহুল গান্ধী বলেন, 'আগে আমাদের দেশের ভিতরে পা রাখার ক্ষমতা চিনের ছিল না। কিন্তু আজ পৃথিবীতে ভারত এমন একটা দেশ রয়েছে যার ভূখণ্ডে অন্য কোনও দেশের সেনা প্রবেশ করে ১২০০ বর্গকিলোমিটার দখল করে রেখেছে। আর কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন, দেশের জমি কেউ নেয়নি। বিশ্বে শুধুমাত্র ভারতই এমন দেশ যার জমি দখল করে নেওয়া হয়েছে।'

চিন ইস্যুতে মোদী সরকারকে খোঁচা

চিন ইস্যুতে মোদী সরকারকে খোঁচা

চিন ইস্যুতে মোদী সরকারকে খোঁচা দিয়ে রাহুল আরও বলেন, 'প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত হিসেবে দাবি করেন। এদিকে পুরো দেশ জানে ভারতের ভিতরে প্রবেশ করেছে চিনা সেনা। কেমন দেশভক্ত উনি? যদি কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকত, তাহলে চিনা সেনাকে উৎখাত করে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দিত। ১৫ মিনিটও লাগত না।'

মোদী দেশকে বোঝে না

মোদী দেশকে বোঝে না

এদিন কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় সরকারকে ঠুকে বলেন, 'চিনা সেনাকে ১০০ কিলোমিটার দূরে পিছিয়ে দিতে আমাদের বায়ুসেনার ১৫ মিনিটও লাগত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে বোঝে না, কৃষকদের বোঝে না, শ্রমিকদের শক্তি বোঝে না, ভারতের শক্তিই বোঝে না।'

একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন

একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন

এর আগেও করোনা মোকাবিলা, পরিযায়ী শ্রমিক, লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা, দেশে বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, 'টানেলে দাঁড়িয়ে একা একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন। নীরবতা ভেঙে প্রশ্নের মুখোমুখি হন। দেশবাসী অনেক প্রশ্নের উত্তর চায় আপনার কাছে।'

<strong>বিহারে নয়া চাল এলজেপির, বিজেপি-জেডিইউকে মাত দিতে পুরনো ঘুঁটির খোঁজে চিরাগ</strong>বিহারে নয়া চাল এলজেপির, বিজেপি-জেডিইউকে মাত দিতে পুরনো ঘুঁটির খোঁজে চিরাগ

English summary
Rahul Gandhi said that if Congress was in Power then China would have been thrown in less than 15 minutes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X