For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে পুজো দিয়ে নিজের জাত-গোত্র জানালেন রাহুল গান্ধী

রাজস্থানের পুষ্করে ব্রহ্ম মন্দিরে পুজো দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে নিজের নাম-জাত-গোত্র জানিয়ে দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের পুষ্করে ব্রহ্ম মন্দিরে পুজো দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে নিজের নাম-জাত-গোত্র জানিয়ে দিলেন তিনি। বিজেপি বহুদিন ধরেই রাহুলের গোত্র ও জাত নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এবার বোধহয় সেই তর্ক কিছুটা থামবে।

রাজস্থানের পুষ্করে পুজো দিয়ে নিজের জাত-গোত্র জানালেন রাহুল

ব্রহ্ম মন্দিরে পুজো দেওয়ার সময় পুরোহিত জিজ্ঞাসা করায় রাহুল জানিয়েছেন, তাঁর গোত্র দত্তাত্রেয় ও তিনি কউল ব্রাহ্মণ।

পুজোর সময় রাহুল গান্ধী পরিবারের পূর্বপুরুষদের স্মরণ করেন, তাদের সম্পর্কে নানা তথ্য দেন।

গত অক্টোবরে রাহুল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে যান। বিজেপি নেতারা রাহুলের জাত-গোত্র নিয়ে প্রশ্ন তোলেন। জনসভাতেও তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

পুষ্করে পৌঁছনোর আগে আজমেঢ়ে সুফি সন্ত খোয়াজা মইনুদ্দিন চিস্তির দরগায় যান রাহুল। সঙ্গে ছিলেন রাজস্থানের কংগ্রেস প্রধান সচিন পাইলট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

রাজস্থানে বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে। সেই উদ্দেশ্যে রাজস্থানে জোর প্রচারে ব্যস্ত রাহুল। আজমেঢ়ে রোড শো করার কথা থাকলেও নিরাপত্তারক্ষীরা তা করতে দেননি। তবে দরগায় প্রার্থনা ও মন্দিরে পুজো দুটোই সমানভাবে করলেন রাহুল।

English summary
Rahul Gandhi reveals his caste and gotra in Rajasthan's Pushkar temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X