For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কে লাভবান হয়েছে সবচেয়ে?' পুলওয়ামা হামলা নিয়ে রাহুলের খোঁচা বিজেপিকে

  • |
Google Oneindia Bengali News

আরও এক ১৪ ফেব্রুয়ারি। গত বছর এই দিনের অভিশপ্ত দুপুরে মুহূর্তে রক্তাক্ত হয়ে যায় কাশ্মীরের পুলওয়ামার রাস্তা। যে পথ দিয়ে চলছিল সেনার কনভয়। সেখানেই কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জইশ জঙ্গি আদিল দার। সেই ঘটনার প্রসঙ্গ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর তোপ পুলওয়ামা নিয়ে

রাহুল গান্ধীর তোপ পুলওয়ামা নিয়ে

পুলওয়ামা হামলার এক বছরের বার্ষিকীতে ফের একবার বিজেপিল সরকারকে তোপ দিতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পুলওয়ামায় যেদিন হামলা হয় সেদিন মোদী কোথায়, কী করছিলেন? এমন প্রশ্ন তুলে লোকসভা নির্বাচনের প্রচার পারদ আগেই চড়িয়ে দিয়েছিলেন তিনি। আর এবার ঠিক ৩ টি প্রশ্ন রাহুল গান্ধী তুলে ধরেন পুলওয়ামা নিয়ে।

রাহুলের টুইট-বাণ!

রাহুল গান্ধী এদিন একটি টুইটে প্রশ্ন তোলেন, ' কে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এই হামলা থেকে? কী বেরিয়ে এসেছে এই হামলার তদন্তে?বিজেপি সরকার কাকে দায়ী করছে এই ঘটনার নিরাপত্তার অভাবের জন্য?... ' এমনই সমস্ত প্রসঙ্গে টেনে এদিন তোপ দেগেছেন রাহুল গান্ধী।

 পুলওয়ামা ও লোকসভা ভোট

পুলওয়ামা ও লোকসভা ভোট


পুলওয়ামা প্রসঙ্গ রীতিমতো তোলপাড় করেছে ২০১৯ সালের লোকসভা রাজনীতি। গোটা দেশের বিভিন্ন জায়গায় সেই সময় বিজেপির প্রচার অভিযানে উঠে আসে, পুলওয়ামার পর ভারতের পাল্টা এয়ারস্ট্রাইক। বিজেপি নেতাদের প্রচারে এমন অভিযানের উল্লেখকে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল থেকে বিরোধী শিবিরের নেতারা। আর সেই প্রসঙ্গই আরও একবার উঠে এল বছর ঘুরতেই।

English summary
Rahul Gandhi questions BJP on Pulwama attack anniversary .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X