For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঠের কৃষকদের পাশে দাঁড়াতে কংগ্রেসের হাতিয়ার সোশ্যাল মিডিয়া! পরিচালক স্বয়ং রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

কৃষি বিল বিরোধিতায় এবারে কংগ্রেসের হাতিয়ার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কংগ্রেসের নতুন অভিযান 'স্পিক আপ ফর ফার্মারস '। কৃষকদের স্বার্থে দেশের মানুষদের তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। রাজ্যসভা ও লোকসভায় এই বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে।

বড়সড় রদবদল বিজেপিতে, নাড্ডা চমকে নয়া কেন্দ্রীয় দলে ঠাঁই কোন হেভিওয়েটদের?বড়সড় রদবদল বিজেপিতে, নাড্ডা চমকে নয়া কেন্দ্রীয় দলে ঠাঁই কোন হেভিওয়েটদের?

মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে

মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে

এদিন রাহুল টুইট লেখেন, 'মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে'। এমনকি ভিডিও করে ক্যাম্পেইন করার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধীরা সরব হয়েছেন প্রথম থেকেই। দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। তার মধ্যেই কংগ্রেসের এই অভিযানে ব্যাপক সারা মিলবে বলেই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।

পথে নেমে সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা

পথে নেমে সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা

সংসদ বয়কটের কৌশলে ফেল করে এবার পথে নেমে সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করল কংগ্রেস। এই আন্দোলনের অংশ হিসাবে কংগ্রেস এই বিলের বিরোধে ২ কোটি স্বাক্ষর সংগ্রহ করবে। এদিকে কংগ্রেসের এই আন্দোলন পরিচালনার জন্যে সভানেত্রী সনিয়া গান্ধী ছয় সদস্যের বিশেষ কমিটির উপরই দায়িত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে এই কমিটিই কংগ্রেসেরও সাংগঠনিক দায়িত্ব ভার সামলেছেন।

বিজেপি বিরোধী আন্দোলনের দায়িত্বে যাঁরা

বিজেপি বিরোধী আন্দোলনের দায়িত্বে যাঁরা

এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সনি, কেসি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক এবং রণদীপ সিং সুরজেওয়ালা বিশেষ কমিটির সদস্য। এছাড়া এই আন্দোলনের দিক নির্দেশনার বিষয়ে দলকে পরামর্শ দেবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

English summary
Rahul Gandhi launches campaign named speak up for farmers in social media against BJP's Farm Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X