For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

' সচিন পাইলটদের মতো নেতাকে রাহুল ঈর্ষা করেন বলেই..' রাজস্থান সংকটে উমার 'শক্তিশেল'

' সচিন পাইলটদের মতো নেতাকে রাহুল ঈর্ষা করেন বলেই..' রাজস্থান সংকটে উমার 'শক্তিশেল'

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান কংগ্রেস এই মুহূর্তে যে ছবি দেখছে , তা বহু আগেই দেখেছে মধ্যপ্রদেশ। সেখানেো কংগ্রেসের তরুণ তুর্কী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কণ্ঠ কংগ্রেস হাইকমান্ড রোধ করে বলে অভিযোগ ছিল। রাজস্থানে সচিন পাইলটের তরফেও একই অভিযোগ। আর উমা ভারতীর বার্তা এই সমস্ত তরুণ নেতাদের রাহুল গান্ধি হিংসা করেন বলেই এমন অবস্থা।

রাহুলের 'হিংসেমি'...!

রাহুলের 'হিংসেমি'...!

বিজেপি নেত্রী উমা ভারতীর দাবি, কংগ্রেসের তরুণ নেতা সচিন পাইলট বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতাদের রাহুল গান্ধী ঈর্ষা করেন বলেই কংগ্রেসের এমন পতন। তিনি বলেন , শুধুমাত্র রাহুলের জন্যই কংগ্রেস পার্টির আজ এই অবস্থা!

'সচিন আমার ভাইপোর মতো'

'সচিন আমার ভাইপোর মতো'

উমা ভারতীই বিজেপির সেই নেত্রী যিনি খোলাখুলি সচিন পাইলটকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এদিন উমা ভারতী বলেন, ' সচিন আর জ্যোতিরাদিত্য দুজনেই আমার ভাইপোর মতো। যদি সচিন আমাদের এখানে (বিজেপিতে) আসেন, তাহলে আমি খুশি হব খুব।'

 সিন্ধিয়া পরিবার ঘনিষ্ঠ উমার বক্তব্য

সিন্ধিয়া পরিবার ঘনিষ্ঠ উমার বক্তব্য

গোয়ালিয়ারের দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেত্রী উমা ভারতীর সঙ্গে গোয়ালিয়ার রাজপরিবারে যোগ বহু দিনের। এই যোগ অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সূত্রে, জ্যোতিরাদিত্যর বিজেপিতে গমনে উমা ভারতী খুবই খুশি হয়েছিলেন। এবার সেই উমা মুখ খুললেন গান্ধী বংশের সদস্য রাহুলকে নিয়ে।

'রাহুল জানেন..'

'রাহুল জানেন..'

উমা ভারতী সাফ ভাষায় বলেন, 'রাহুল গান্ধী খুব ভালো ভাবে জানেন যে, যদি সচিনের মতো নেতাদের সুযোগ দেওয়া হয়,তাহলে আর রাহুলের দিকে কেউ ফিরে তাকাবে না।' আর সেই কারণেই মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেস এমনভাবে ধরাশায়ী হচ্ছে।

রাজস্থানে রাজনৈতিক সংকট: মসনদ কাড়তে বিজেপি কোন দাবি জানাচ্ছে! তুঙ্গে উত্তেজনা রাজস্থানে রাজনৈতিক সংকট: মসনদ কাড়তে বিজেপি কোন দাবি জানাচ্ছে! তুঙ্গে উত্তেজনা

English summary
Rahul Gandhi jealous of Sachin Pilot and Jyotiraditya, says Uma Bharati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X