For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দশানন’ মোদীকে নিশানা ‘রাম’ অবতাররূপী রাহুলের! লোকসভার আগে নয়া ‘যুদ্ধ’

ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ হলেন। একা রাহুল নন, এবার পোস্টারে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

  • |
Google Oneindia Bengali News

ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ হলেন। একা রাহুল নন, এবার পোস্টারে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার মোদীকে রাবণ ও রাহুলকে রাম অবতার রূপে দেখানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশের ভোপালে কৃষকদের র্য্লিতে এই পোস্টার দেখা গিয়েছে।

দশানন মোদী, রাম রাহুল

পোস্টারে একদিকে দশানন রাবণরূপী মোদী, তাঁর দিকে তির নিশানা করে দাঁড়িয়ে রয়েছেন রামরূপী রাহুল গান্ধী। সেই পোস্টারে পাহারাদারকেই চোর বলে উল্লেখ করা হয়েছে। ক্যাপশন লেখা হয়েছে- ‘চোরেদের দিন ঘনিয়ে এসেছে। আমরাই রামের ভক্ত, চোর ছাড়া কারও সঙ্গে শত্রুতা নেই।'

পোস্টারে রাম অবতার রাহুল

পোস্টারে রাম অবতার রাহুল

এর আগে রাহুলকে রামরূপে তুলে ধরা হয়েছিল বিহারে। জন আকাঙ্খা যাত্রার আগে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে রামরূপে দেখানো হয়েছিল। এই ঘটনায় তাই শুধু রাহুল গান্ধীই নন, বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝায়ের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়েছে।

জন আকাঙ্খা যাত্রায় রাহুল

জন আকাঙ্খা যাত্রায় রাহুল

রাহুলের নেতৃত্বের সেই মহামিছিলের আগে গোটা শহরে রাহুলের রাম-সজ্জার ছবিতে ছয়লাপ হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতারা অভিমত ব্যক্ত করেন, মোদী ভগবান রামের নাম নিয়ে রাজনীতি করেন। কিন্তু রামের সমস্ত গুণ বর্তমান রয়েছে রাহুল গান্ধীর মধ্যে। দেশের উন্নতিতে তাই রাহুলের নেতৃত্বে কংগ্রেসকেই চাই।

পোস্টারে প্রিয়াঙ্কাও

পোস্টারে প্রিয়াঙ্কাও

শুধু রাহুল নন, প্রিয়াঙ্কা গান্ধীকে দুর্গা রূপে তুলে ধরা হয়েছিল পোস্টারে। সেই পোস্টারে মহিষাসুর করা হয়েছিল মোদীকে। আর রাহুল হয়েছিলেন শিব। উত্তরপ্রদেশের সেই পোস্টার বিতর্কে পাল্টা গিয়ে বিজেপির তরফে প্রিয়াঙ্কাকে মহিষাসুর আর বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে দুর্গারূপে দেখানো হয়েছিল।

English summary
Congress President Rahul Gandhi is lord Rama and PM Narendra Modi is Ravan in Poster. The controversy is started in Madha Pradesh before Lok Sabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X