For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিঙ্গন বিতর্ক, রাহুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

রাহুল গান্ধী পারলে তাঁকে আলিঙ্গন করে দেখান, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যোগী আদিত্যনাথ। বললেন আমাকে আলিঙ্গন করার আগে ১০ বার ভাবতে হবে রাহুল গান্ধীকে।

Google Oneindia Bengali News

ভারতীয় রাজনীতিতে এখনও চলছে 'আলিঙ্গন' চর্চা। বিরোধী শিবির বলছেন অসাধারণ রাজনৈতিক পদক্ষেপ রাহুল গান্ধীর দিক থেকে। বিজেপি শিবির আবার একে নাটক বলে উড়িয়ে দিচ্ছে। এবার তার থেকেও একধাপ এগিয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাহুলকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ।

আলিঙ্গন নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ যোগীর

রাহুলের আলিঙ্গন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন এটা 'রাজনৈতিক স্টান্ট' ছাড়া কিছুই না। একই সঙ্গে তিনি তাঁকে আলিঙ্গন করার জন্য কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, 'আমাকে আলিঙ্গন করার আগে রাহুল গান্ধীকে ১০ বার ভাবতে হবে'।

শুক্রবার লোকসভায় প্রধানমন্ত্রীকে ওই পদক্ষেপে বেশ চমকেই দেন রাহুল। থতমত নরেন্দ্র মোদী রাহুলের আলিঙ্গন গ্রহণ করে তাঁর সঙ্গে হাতও মেলান। কিন্তু, যোগী আদিত্যনাথের ক্ষেত্রে তা যে হবে না তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি কখনই ওরকম রাজনৈতিক স্টান্টবাজি সহ্য করব না। রাহুলের ওই আচরণ শিশুসূলভ। তাঁর নিজের কোনও জ্ঞানও নেই, নেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। যার সাধারণ জ্ঞান আছে সে এরকম কাজ (আলিঙ্গন) করবে না'।

একইসঙ্গে মোদী বিরোধী জোটের নেতা কে, সেই অস্বস্তিকর প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেন, রাহুলকে কী মায়াবতী বা অখিলেশ যাদব নেতা হিসেবে মেনে নেবেন? একই সঙ্গে তিনি দাবি করেন, রাহুল যতই স্টান্টবাদি করুন, গান্ধী পরিবারের ৬০ বছরের দেশ শাসনের সঙ্গে মোদীর ৪ বছরের শাসনের তুলনা করেই মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে।

English summary
Jogi Adityanath challenged Rahul Gandhi to hug him, if he could. He claimed Rahul Gandhi have to think 10 times before hugging him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X