For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেঠিতে রাহুলের রথের চাকা বসিয়ে দিতে পারেন স্মৃতি! এক্সিট পোলে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কি আমেঠি থেকে পরাজিত হবেন? এই কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কি আমেঠি থেকে পরাজিত হবেন? এই কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। রাহুল ২০০৪ সালে প্রথমবার এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপর থেকে এই কেন্দ্রের প্রার্থী হয়েই লড়ছেন রাহুল গান্ধী। গত কয়েকটি নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তবে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের ফলাফল বলছে, কংগ্রেস এবছর আমেঠিতে কড়া চ্যালেঞ্জের মুখে।

উত্তরপ্রদেশে চ্যালেঞ্জ কংগ্রেসের

উত্তরপ্রদেশে চ্যালেঞ্জ কংগ্রেসের

একই সঙ্গে সমীক্ষা বলছে, কংগ্রেস উত্তরপ্রদেশে মাত্র একটি-দুটি আসন জিতবে। তার মধ্যে সমীক্ষায় উঠে এসেছে, নিশ্চিত করে সোনিয়া গান্ধীর রায়বরেলি আসনে কংগ্রেস জিততে চলেছে। এবং বলা হচ্ছে আমেথিতে কংগ্রেস চ্যালেঞ্জের সম্মুখীন। সেখানে কংগ্রেসের সম্ভাবনা খুব একটা আশাপ্রদ নয়।

রাহুলের বিপদের আশঙ্কা

রাহুলের বিপদের আশঙ্কা

সেক্ষেত্রে রাহুল গান্ধী আমেঠি কেন্দ্রে পরাজিত হন, তাহলে তাঁর হাতে পড়ে থাকবে শুধুমাত্র ওয়ানাড। কারণ আমেঠির পাশাপাশি ওয়ানাড থেকে রাহুল গান্ধী লোকসভা ভোটে লড়াই করছেন। আর আমেঠিতে রাহুল গান্ধীর প্রতিপক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

চ্যালেঞ্জ এবার কড়া

চ্যালেঞ্জ এবার কড়া

স্মৃতি ২০১৪ সালেও এই কেন্দ্র থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও রাহুল গান্ধী তাঁকে হারিয়ে দেন। তবে এবার তিনি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাহুলকে। সমীক্ষা বলছে, ওই কেন্দ্রে বিজয়ী ও বিজিতক মধ্যে ব্যবধান হবে মাত্র দুই থেকে তিন শতাংশের। ফলে রাহুল গান্ধী যদি এই কেন্দ্রে পরাজিত হন তাহলেও তাতে অবাক হওয়ার থাকবে না। এমনটাই মনে করছে সমীক্ষা।

English summary
Rahul Gandhi facing tough challenge in Amethi, may lose to Smriti Irani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X