For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের টুইট বোমা রাহুল গান্ধীর! দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রকে উপদেশ

Google Oneindia Bengali News

আজ ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর৷ আজ তিনি বলেন, 'আমি কয়েক মাস আগে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, আরবিআই সেটাই নিশ্চিত করল৷' আর্থিকভাবে দেশকে চাঙ্গা করতে করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কী পদক্ষেপ করা উচিত টুইটে তিনি সেটাও উল্লেখ করেন রাহুল৷

সরকারের উচিত ধার কম নেওয়া এবং খরচ বেশি করা

সরকারের উচিত ধার কম নেওয়া এবং খরচ বেশি করা

রাহুল নিজের টুইটে লেখেন, 'এই পরিস্থিতিতে সরকারের উচিত ধার কম নেওয়া এবং খরচ বেশি করা৷ শিল্পপতিদের উপর করের বোঝা চাপানো বন্ধ করা৷ গরিব মানুষের হাতে যাতে টাকার জোগান দেওয়া যায় সেই ব্যবস্থা করা৷ ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা৷' পাশাপাশি কটাক্ষ করে লেখেন, 'মিডিয়ার সাহায্যে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা দেশের গরিবদের সাহায্য করবে না৷'

দেশের আর্থিক গতি স্লথ থাকবে

দেশের আর্থিক গতি স্লথ থাকবে

সেপ্টেম্বর পর্যন্ত দেশের আর্থিক গতি স্লথ থাকবে, গতকাল আশঙ্কা প্রকাশ করা হয় আরবিআই-এর তরফে৷ বার্ষিক রিপোর্টে জানানো হয়, দেশে কোরোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে৷ বিশ্বে ২০০টির বেশি দেশ করোনা সংক্রমণের প্রভাব পড়েছে৷ প্যানডেমিকের জেরে সেই সমস্ত দেশে অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে৷

একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

এর আগে লকডাউন, দেশের করোনা পরিস্থিতি, লাদাখে ভারত-নেপাল সীমান্ত ইস্যু ইত্যাদি একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে রাহুল গান্ধীকে৷ এবার দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আরবিআই-এর প্রকাশিত বার্ষিক রিপোর্ট তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা৷

English summary
Rahul Gandhi drops tweet bomb at Center after RBI report about Indian Economy during Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X