For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান থেকে বিজেপিকে চূড়ান্ত আক্রমণ রাহুলের, ছাড়লেন না মোদীকেও

রাজস্থানে গিয়ে নরেন্দ্র মোদী সরকার ও বিজেপিকে চূড়ান্ত আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে ফের একবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও বিজেপিকে চূড়ান্ত আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কোটায় মহিলা কংগ্রেসের সভায় গিয়ে রাহুল বলেন, উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক এক মহিলাকে ধর্ষণ করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থেকেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও চুপ থেকেছেন।

রাজস্থান থেকে বিজেপিকে চূড়ান্ত আক্রমণ রাহুলের, ছাড়লেন না মোদীকেও

প্রধানমন্ত্রী মোদী মহিলাদের সমর্থনে অনেক কথা বলেন। ভালো স্লোগান দেন। তবে যখন অপরাধ হয়, ব্যবস্থা নেওয়ার কথা হয়, তিনি কিছু করেন না। এই বলে মোদীকে বিঁধেছেন রাহুল।

মহিলা কংগ্রেসের প্রশংসা করে রাহুল বলেছেন, মহিলা কংগ্রেস তাঁদের থেকে এগিয়ে গিয়েছে। মহিলা কংগ্রেস, রাস্তায় নেমে, শহর -গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। দারুণ কাজ করছে।

[আরও পড়ুন:বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছতে বড় ভূমিকা নিয়েছে 'নমো অ্যাপ', এরপরে পালা লোকসভা ভোটের ][আরও পড়ুন:বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছতে বড় ভূমিকা নিয়েছে 'নমো অ্যাপ', এরপরে পালা লোকসভা ভোটের ]

শুধু আইনশৃঙ্খলা ইস্যুতেই নয়, কেন্দ্র সরকারকে পেট্রোল সহ জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও রাহুল তোপ দেগেছেন। তাঁর কথায়, সারা পৃথিবীতে পেট্রোলের দাম কমছে। তবে ভারতে দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে। তাই এই অবস্থা থেকে দেশক বের করে আনতে কংগ্রেসকে জয়যুক্ত করার আহ্বান জানান রাহুল গান্ধী।

[আরও পড়ুন:Info Graphics-মোদী সরকারের সাফল্য! দেশে বাড়ছে স্টার্টআপের সংখ্যা, বাড়ছে চাকরির সুযোগ][আরও পড়ুন:Info Graphics-মোদী সরকারের সাফল্য! দেশে বাড়ছে স্টার্টআপের সংখ্যা, বাড়ছে চাকরির সুযোগ]

English summary
Rahul Gandhi attacks PM Modi and centre from Mahila Congress event at Kota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X