For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ক্যামেরার সামনে পোজ দিতেই ব্যস্ত! রসাতলে যাচ্ছেন শ্রমিকরা, খোঁচা রাহুলের

দু-সপ্তাহ কেটে গিয়েছে মেঘালয়ের খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করা যায়নি। এ প্রসঙ্গেই এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

  • |
Google Oneindia Bengali News

দু-সপ্তাহ কেটে গিয়েছে মেঘালয়ের খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করা যায়নি। এ প্রসঙ্গেই এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধী টুইট করে তোপ দাগেন, মোদীজি এবার ক্যামেরার সামনে পোজ দেওয়া বন্ধ করুন। এবার একটু নজর দিন বাস্তবের দিকে।

vমোদী ক্যামেরার সামনে পোজ দিতেই ব্যস্ত! রসাতলে যাচ্ছেন শ্রমিকরা, খোঁচা রাহুলেরমোদী ক্যামেরার সামনে পোজ দিতেই ব্যস্ত! রসাতলে যাচ্ছেন শ্রমিকরা, খোঁচা রাহুলের

রাহুল এদিন প্রধানমন্ত্রীর কোন কাজটা করা আগে উচিত তা মনে করিয়ে দিয়ে টুইটারে লেখেন, বগিবিল ব্রিজ উদ্বোধনে গিয়ে অনেক ছবি তুলেছেন প্রধানমন্ত্রী, এবার তাঁর নজর দেওয়া উচিত মেঘালয়ের দিকে। সেখানে খনিগর্ভে আটকে রয়েছেন ১৫ জন মানুষ। পক্ষকাল অতিক্রান্ত তাঁদের উদ্ধার করা যায়নি। অথচ মোদীজি ক্যামেরার সামনে পোজ দিয়ে চলেছেন।

রাহুলের অভিযোগ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মরিয়া চেষ্টা চালিয়েও কোনও সুরাহা করতে পারেননি। তার প্রধান কারণ তাঁদের হাতে প্রয়োজনীয় পরিকাঠামো নেই। দিনের পর দিন চলে যাচ্ছে, সরকারেরও কোনও ভ্রুক্ষেপ নেই। মোদীদির সরকারের আগে উচিত ছিল পাম্পের ব্যবস্থা করে খনিগর্ভের জল সরিয়ে দেওয়া, তার ব্যবস্থার দিকে নজরই নেই সরকারের।

রাহুল তাই এদিন অনুরোধ করেন, প্রধানমন্ত্রী দয়া করে খনি শ্রমিকদের জীবন বাঁচান। তাঁদের উদ্ধারের চেষ্টা করুন। উদ্ধারকারীদের হাতে তুলে দিন প্রয়োজনীয় পরিকাঠামো। কেননা উদ্ধারকারীরা অভিযোগ জানিয়ে আসছেন, তাঁদের হাতে পর্যাপ্ত পাম্প নেই যা দিয়ে ৩৭০ ফুট গভীর খনির জল সেচ সম্ভব। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় শতাধিক সদস্য ৩৭০ ফুট গভীর খনিতে নেমে উদ্ধারকার্য চালাচ্ছেন। ৩৭০ ফুট খনির অন্তত ২৫০ ফুট জলভর্তি হয়ে গিয়েছে। তার উপর প্রতিদিনই চলছে বৃষ্টি, নতুন করে জল ঢুকছে।

[আরও পড়ুন: কেন্দ্র 'তোলাবাজ'! মোদী সরকারের বিরুদ্ধে সাহায্যের নামে প্রতারণার অভিযোগ মমতার][আরও পড়ুন: কেন্দ্র 'তোলাবাজ'! মোদী সরকারের বিরুদ্ধে সাহায্যের নামে প্রতারণার অভিযোগ মমতার]

পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোল ইন্ডিয়া থেকে বেশি হর্স পাওয়ারের পাম্প চালিয়ে জল কমানোর চেষ্টা হচ্ছে। অন্তত ২০০টি পাম্প চালালে ওই জল বের করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। কিন্তু পরিকাঠামোর অভাব থাকায় উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে।

[আরও পড়ুন: দেশের সব সেক্টরের কর্মীদের ন্যূনতম মজুরি নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র][আরও পড়ুন: দেশের সব সেক্টরের কর্মীদের ন্যূনতম মজুরি নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র]

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর পূর্ব জয়ন্তিয়ার জঙ্গলের ভিতরে অবৈধ খনি থেকে কয়লা তুলতে নেমেছিলেন ১৫ জন গ্রামবাসী। এরপরই খনিতে জল ঢুকতে শুরু করে। সেই জলে আটকে পড়েন তাঁরা। আর বেরতে পারেননি তাঁরা। ওই খনির পাশ দিয়েই বয়ে গিয়েছেন লিটিয়েন নদী। পাশেই নদী বয়ে যাওয়ায় বিপত্তি আরও চরমে পৌঁছয়।

[আরও পড়ুন: অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা ][আরও পড়ুন: অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা অন্যদের থেকে তৃণমূল সরকার আলাদা! কারণ স্পষ্ট করলেন মমতা ]

English summary
Rahul Gandhi attacks Narendra Modi on rescue of 15 miners from trapping in mine of Meghalaya during 15 days. Disaster management members try to rescue them, but they have no equipments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X