For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহিদদের বলিদান নিয়ে দালালি করছেন মোদী, মন্তব্য রাহুল গান্ধীর, পাল্টা আক্রমণ বিজেপির

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ অক্টোবর : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। এবার আরও কয়েক ধাপ সুর চড়িয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। শহিদদের আত্মবলিদান নিয়ে প্রধানমন্ত্রী 'দালালি' করছেন বলে মন্তব্য করেন রাহুল।

রাজধানীতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, "আমাদের জওয়ান যাঁরা নিজেদের রক্ত দিয়েছেন। যারা সার্জিক্যাল অ্যাটাক করেছে, তাদের রক্তের পিছনে আপনি (প্রধানমন্ত্রী) লুকোচ্ছেন। আপনি ওদের বলিদান নিয়ে দালালি করছেন।"

শহিদদের রক্তের পিছনে লুকোচ্ছেন প্রধানমন্ত্রী, তাঁদের বলিদান নিয়ে দালালি করছেন : রাহুল গান্ধী

উল্লেখ্য, সার্জিক্যাল অ্যাটাক নিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশংসা করার কয়েক দিনের মধ্যেই ভোল পাল্টে একেবারে চাঁচাছোলা আক্রমণের পথ ধরলেন কংগ্রেস সহসভাপতি।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রতি দেওয়ারও অভিযোগ আনলেন রাহুল। বললেন, "মোদীজি সবার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই সব অ্যাকাউন্টে কোনও টাকা নেই। ওঁনার সমস্ত প্রতিশ্রুতিও ভাওতা।"

সার্জিক্যাল অ্যাটাক নিয়ে রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা নিন্দা করেছে বিজেপি। বিজেপির জাতীয় সভাপতি শ্রীকান্ত শর্মা বলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ধরণের মন্তব্য তাঁর মানসিক দেউলিয়াপনারই পরিচয় দেয়।"

অন্যদিকে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেন, "রাহুল গান্ধীর মন্তব্য ভারতীয় রাজনীতির এক নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা শুধু নিন্দনীয় নয়, তবে কংগ্রেস সহ-সভাপতির তরফ থেকে আসা এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।"

রাহুল গান্ধী যে নিজেও ন্যাশনাল হেরল্ড মামলায় ৫০০০ টাকার দুর্নীতিতে জামিনে মুক্ত রয়েছেন তাও কিন্তু জানাতে ভোলেননি সিদ্ধার্থ সিং।

English summary
Rahul Gandhi: PM Modi hiding behind the blood of soldiers, doing ‘dalali’ of their sacrifices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X