For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে নাজেহাল করতে প্রস্তুত রাফাল, বায়ুসেনার হাতে যুদ্ধবিমান তুলে দেবেন রাজনাথ সিং

Google Oneindia Bengali News

রাফাল দেশে পৌঁছেছে জুলাইয়ের শেষ লগ্নে। তবে এখনও সরকারি ভাবে ভারতীয় বায়ুসেনাতে অন্তর্ভূক্তি হয়নি রাফালের। এহেন পরিস্থিতিতে ঘোষণা করে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভূক্ত হবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান।

আম্বালা বিমান ঘাঁটিতে বায়ুসেনার হাতে রাফাল উঠবে

আম্বালা বিমান ঘাঁটিতে বায়ুসেনার হাতে রাফাল উঠবে

জানা গিয়েছে, হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন এই পাঁচ অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারত ও ফ্রান্সের কৌশলগত বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লিকেও। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে।

রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ুসেনার শক্তিবৃদ্ধি

রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ুসেনার শক্তিবৃদ্ধি

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ুসেনার শক্তিবৃদ্ধি গোটা দেশকেই নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে ২০১৬ সালের ভারত ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। তার মধ্যেই প্রথম ৫টি চলে এসেছে। এই রাফায়েল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি এর মধ্যেই এয়ার-টু-এয়ার এবং স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

প্রতিটি যুদ্ধবিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় আসে

প্রতিটি যুদ্ধবিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় আসে

বাহিনী সূত্রে খবর, এই রাফাল যুদ্ধবিমানগুলির বেশ কয়েকটি ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট রয়েছে। যার মধ্যে কিছু ছোটোখাটো জিনিস ভারতেই যুক্ত করা হয়েছে। তবে প্রতিটি যুদ্ধবিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় নেমেছিল দেশে।

'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভূক্তি

'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভূক্তি

আম্বালা বিমান ঘাঁটির 'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারা ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম।

<strong>আরও ৫০ বছর বিরোধী আসনে বসবে কংগ্রেস, গান্ধী বিরোধিতার সুর চড়াচ্ছেন সিব্বল-আজাদ!</strong>আরও ৫০ বছর বিরোধী আসনে বসবে কংগ্রেস, গান্ধী বিরোধিতার সুর চড়াচ্ছেন সিব্বল-আজাদ!

English summary
Rafale to be inducted in Indian Airforce on 10th September in presence of Minister Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X