For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি খাওয়ার অভিযোগ! ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে নজির পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

মাত্র দুমাস আগে পঞ্জাবে (punjab) ক্ষমতায় এসেছে আপ (aap)। এর মধ্যেই সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর (health minister)বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগকে মর্যাদা দিয়ে এদিন রাজ্যের স্বাস্য ও পরিবার কল্যাণ

Google Oneindia Bengali News

মাত্র দুমাস আগে পঞ্জাবে (punjab) ক্ষমতায় এসেছে আপ (aap)। এর মধ্যেই সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর (health minister)বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগকে মর্যাদা দিয়ে এদিন রাজ্যের স্বাস্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিজয় সিংলাকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ( bhagwant mann)। এদিকে মন্ত্রীকে বরখাস্ত করার পরেই তাঁকে গ্রেফতার করে অ্যান্টি কোরাপশন ব্যুরো। প্রসঙ্গত আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal) পঞ্জাবে দুর্নীতি দমন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মার্চে ক্ষমতায় আসে আপ

মার্চে ক্ষমতায় আসে আপ

বিপুল ভোটে জিতে মার্চে পঞ্জাবে ক্ষমতায় আসে আপ। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী ভদবন্ত মান বলেছিলেন, যাঁরা আপকে ভোট দেননি, তাঁরা বঞ্চিত হবেন না, তিনি তাঁদের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রীর শপথের দিন দুয়েক পরে আম আদমি পার্টির ১০ বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ছিলেন দাঁতের ডাক্তার গিসেবে কর্মরত বিজয় সিংলা। পঞ্জাবের মনসা কেন্দ্র থেকে তিনি বিজয়ী হয়েছিলেন। তাঁর হাতেই স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।

দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল

দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল

মানকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী করার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, আপ রাজধানী দিল্লিতে দুর্নীতি নির্মূল করেছে। পঞ্জাবেও তারা তা করবেন। পঞ্জাবেও তারা একটি সৎ সরকার উপহার দেবেন বলে জানিয়েছিলেন কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রীকে জানানোর অনুরোধ

মুখ্যমন্ত্রীকে জানানোর অনুরোধ

অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, পরের বার যদি কেউ ঘুষ চায় তাহলে অস্বীকার করবেন না। এক্ষেত্রে ফোন বের করে ঘটনাটি রেকর্ড করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে বলেছিলেন কেজরিওয়াল। আর অভিযুক্ত সরকারি কর্মী থেকে আধিকারিক, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন তিনি।

কাটমানি চাওয়ার অভিযোগ

কাটমানি চাওয়ার অভিযোগ

জানা গিয়েছে, বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা টেন্ডারের এক শতাংশ কমিশন দাবি করেছিলেন। এব্যাপারে বরখাস্ত হওয়া মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে পঞ্জাবহ আপের তরফে। দেশের ইতিহাসে দ্বিতীয়বার একজন মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন। এর আগে ২০১৫-কে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেদরিওযাল দুর্নীতির অভিযোগে একমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন।
মন্ত্রীর বরখাস্ত হওয়া প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, এক শতাংশ দুর্নীতি সহ্য করা হবে না। জনগণ অনেক আশা নিয়ে আপ সরকারকে প্রতিষ্ঠা করেছে। যা সবাইকে মেনে চলতে হবে। তিনি আরও বলেছেন, যতদিন ভারতে অরবিন্দ কেজরিওয়ালের মতো ছেলে ও ভগবন্ত মানের মতো সৈনিক থাকবে, ততদিন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে। প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, বিজয় সিংলা নিজের অন্যায়ের কথা স্বীকার করেছেন। পুলিশকে সিংলার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

শীঘ্রই 5G পরিষেবা! দেশের ২ কোম্পানির সিমকার্ড ব্যবহারকারীদের জন্য সুখবরশীঘ্রই 5G পরিষেবা! দেশের ২ কোম্পানির সিমকার্ড ব্যবহারকারীদের জন্য সুখবর

English summary
Punjab CM bhagwant mann dismisses health minister on charges of Cut money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X