For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী ধরনের অন্তর্বাস ছাত্রীদের ! নির্দেশিকা জারি করে বিতর্কে পুনের স্কুল

ছাত্রীদের অন্তর্বাস-সহ একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করে বিতর্কে পুনের একটি স্কুল। সাদা কিংবা ধূষর বর্ণের অন্তর্বাস পরার নির্দেশিকা জারি করা হয়েছে রুল বুকে।

  • |
Google Oneindia Bengali News

ছাত্রীদের অন্তর্বাস-সহ একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করে বিতর্কে পুনের একটি স্কুল। সাদা কিংবা ধূষর বর্ণের অন্তর্বাস পরার নির্দেশিকা জারি করা হয়েছে রুল বুকে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।

কী ধরনের অন্তর্বাস ছাত্রীদের ! নির্দেশিকা জারি করে বিতর্কে পুনের স্কুল

এমআইটি বিশ্বশান্তি গুরুকুল স্কুল। পুনের এই বিখ্যাত স্কুল ছাত্রীদের ডায়েরিতে লিখে অভিভাবকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। তবে বিষয়টিকে নিয়ে শুধু প্রশ্নই তোলা হয়নি, যেভাবে স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে লাগু করতে চাইছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। স্কুলের নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রীরা শুধুমাত্র সাহা কিংবা ধূষরবর্ণের অন্তর্বাস পরে আসতে পারবে স্কুলে।

অভিভাবকরা বলছেন, ছাত্রীরা কী ধরনের অন্তর্বাস পরবে, সেটা ডায়েরিতে লেখা যুক্তি যুক্ত নয়। ছাত্রী এবং অভিভাবকরা সবাই পরিণত, তাই কী ধরনের জিনিস পরা উচিত, তা নিয়ে তারা অবগত বলে মত প্রকাশ করেছেন।

স্কুলের লাইব্রেরি ব্যবহারের জন্যও বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিভাবক এবং ছাত্রীদের প্রশ্ন, যদি তাঁরা ফি ইতিমধ্যেই জমা দিয়ে থাকেন, তাহলে, সব কিছুর জন্য বাড়তি চার্জ নেওয়া হচ্ছে।

স্কুলের অধ্যক্ষ পদ্মা গিরি ধান্য আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি বলেছেন, স্কুলে ছাত্রীদের জন্য নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। তাঁর মতে, সাদা পোশাকের নিচে অন্তর্বাসের রং যদি অন্য কিছু হয়, তাহলে ছাত্রীরা টিজিং-এর শিকার হতে পারে। সেই জন্যই এই নির্দেশিকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিভাবকরা রাজ্যের স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টরের সঙ্গে দেখা করে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। নির্দেশিকা সরিয়ে দেওয়ার আবেদনও তারা করেছেন বলে জানা গিয়েছে।

এমআইটি গ্রুপ অফ ইনস্টিটিউট-এর এগজিকিউটিভ ডিরেক্টর সুচিত্রা কারাড নাগারে স্কুলের পদক্ষেপের পাশেই দাঁড়িয়েছেন। নির্দেশিকাকে বিশুদ্ধ বলে বর্ণনা করেছেন তিনি।

নির্দেশিকার বিরুদ্ধে অভিভাবকরা বিক্ষোভও দেখিয়েছেন স্কুলে বাইরে। তাঁদের আরও অভিযোগ, ছাত্রীদের বেশিবার শৌচাগারে যেতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ।

ছাত্রীদের ডায়েরিতে দেওয়া হয়েছে, ছাত্রীরা যদি স্কুলে খাওয়ার জল কিংবা বিদ্যুৎ বেশি ব্যবহার করে তাহলে ৫০০ টাকা জরিমানা করা হবে।

English summary
Pune School in a controversy over the Rulebook saying only White or Beige Innerwear for female
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X