For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলার দিন জওয়ানদের কনভয়ের সঙ্গে চলা 'লাল গাড়ি' নিয়ে রহস্য! খোঁজে এনআইএ

ভূস্বর্গ কাশ্মীরে আত্মঘাতী হামলার ৩ দিন কেটে গিয়েছে। এই মুহূর্তে খোঁজ চলছে মূলচক্রী জঙ্গি আব্দুল রাশিদ গাজির।

  • |
Google Oneindia Bengali News

ভূস্বর্গ কাশ্মীরে আত্মঘাতী হামলার ৩ দিন কেটে গিয়েছে। এই মুহূর্তে খোঁজ চলছে মূলচক্রী জঙ্গি আব্দুল রাশিদ গাজির। পাশাপাশি, ঘটনার দিন ৪০ জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া কনভয়ের পাশে যে লাল রঙের মারুতি ইকো ভ্যান চলছিল তা নিয়ে এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

জঙ্গি হামলার দিন জওয়ানদের কনভয়ের সঙ্গে চলা লাল গাড়ি নিয়ে রহস্য! খোঁজে এনআইএ

প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাল মারুতি গাড়ি নিয়ে যখন জঙ্গি আদিল দার হামলার উদ্দেশে এগোতে থাকে , সেই সময় তাকে অন্তপক্ষে ৪ জন সুরক্ষাকর্মী সেখান থেকে সরে যেতে বলেন। তা সত্ত্বেও রাস্তায় ডান দিক-বাঁ দিক করে গাড়ি নিয়ে কোনও রকমে এগিয়ে যায় আদিল। এমন সময়েই ফের একবার সুরক্ষাকর্মীরা তাকে সরে যেতে বলেন। তারপরই ঘটে যায় ওই নৃশংস ঘটনা। উল্লেখ্য, এনআইএ জানতে পেরেছে জম্মু থেকে ওই লাল গাড়িটি ধাওয়া করছিল সিআরপিএফএর কনভয়কে।

এবার ওই লাল গাড়ি ও তার মালিকের খোঁজে নেমে পড়েছে এনআইএ। খোঁজ চলছে কার কাছ থেকে ওই লাল গাড়িটি নিয়েছিল জঙ্গি আদিল। উপত্যকা জুড়ে ক্রমেই তল্লাশি অভিযান জোরদার করেছএ এনএসডি, এনআইএ।

English summary
NIA Probe Focuses on Red Eeco Van Seen Speeding Along CRPF Convoy by Eyewitnesses.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X