For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অগ্নিপথ' নিয়ে অগ্নিগর্ভ বিহার-রাজস্থান! চাকরিতে নিরাপত্তা ও পেনশনের দাবিতে রাস্তা ও রেল অবরোধ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সেনাবাহিনীতে চাকরিতে অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) কথা ঘোষণা করেছে। স্পষ্ট করে বলতে গেলে ৪ বছরের জন্য এই নিয়োগ হল চুক্তি ভিত্তিক। সেখানে নেই অবসরকালীন কোনও সুযোগ সুবিধা। য

  • |
Google Oneindia Bengali News

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সেনাবাহিনীতে চাকরিতে অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) কথা ঘোষণা করেছে। স্পষ্ট করে বলতে গেলে ৪ বছরের জন্য এই নিয়োগ হল চুক্তি ভিত্তিক। সেখানে নেই অবসরকালীন কোনও সুযোগ সুবিধা। যা নিয়ে বিহার (Bihar) ও রাজস্থানে (Rajasthan) প্রতিবাদে সরব হয়েছেন, সেনাবাহিনীতে (Indian Army) চাকরি প্রত্যাশীরা। চাকরিতে নিরাপত্তা ও পেনশনের দাবি জানিয়েছে তাঁরা।

বিহারের মুঙ্গেরে বিক্ষোভ

সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশীরা বুধবারের পরে বৃহস্পতিবারেও মুঙ্গেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের গাবি, নিয়োগ প্রক্রিয়া আগের মতা করতে হবে। টুর অফ ডিউটি ফিরিয়ে এনে খুব তাড়াতাড়িপরীক্ষার বন্দোবস্ত করার দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের তরফে। তারা বলছে, ৪ বছরের জন্য কেউ সেনাবাহিনীতে যাবে না।

ছাপড়ায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

ছাপড়ায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। তাদের প্রশ্ন, যারা সেনাবাহিনীতে যাবেন, তারা ৪ বছর পরে কী করবে। কেননা নিয়োগ প্রক্রিয়ারশুরুতেই বলে দেওয়া হচ্ছে ২৫ শতাংশকে পরবর্তী পর্যায়ে আরও ১৫ বছরের জন্য রাখা হবে।

বিক্ষোভ বিহারের বিস্তীর্ণ এলাকায়

এদিন বিহারের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছে দুবছর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। সেখানে ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। চার বছর পরে যাদের চাকরি থাকবে না, তাদের কী হবে, প্রশ্ন করেছে বিক্ষোভকারীরা। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনাও করেছে তারা।
এদিন বিহারের আরা স্টেশনে বিক্ষোভকারীরা রেল অবরোধ করেন। বিক্ষোভকারীরা বলছে, সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য তারা কঠোর পরিশ্রম করে। সরকারের কাছে এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবিও তোলা হয়েছে বিক্ষোভকারীদের তরফে।
বক্সার জেলায় এদিন রেল লাইনের ওপরে বসে পড়ে একশোরও বেশি যুবক। প্রায় ৩০ মিনিটের বেশি পটনাগামী জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। রপরে সেখানে জিআরপি ও আরপিএফ নিয়ে বিক্ষোভ তুলে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভকারীরা পাটলিপুত্র এক্সপ্রেসের ওপরে পাথর ছুঁড়েছে।

উত্তেজনা রাজস্থান ও হরিয়ানাতেও

উত্তেজনা রাজস্থান ও হরিয়ানাতেও

অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিরোধিতা করে উত্তেজনা ছড়িয়েছে রাজস্থান এবং হরিয়ানাতেও। জয়পুরে ৪ বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়াগের বিরোধিতা করে আজমের-দিল্লি জাতীয় সড়ক অবরোধ করে প্রায় দেড়শো পড়ুয়া। তাারা সশস্ত্র বাহিনীতে নিয়োগে আগেকার পদ্ধতি অনুসরণের দাবি করেছে। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের তুলে দিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি! কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন ১০ তৃণমূল সাংসদএকশো দিনের কাজের বকেয়া টাকার দাবি! কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন ১০ তৃণমূল সাংসদ

English summary
Protest against Agnipath Scheme in Bihar and Rajasthan increases as claims on job security and pension
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X