For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক জেলে বন্দি কুলভূষণকে নিয়ে এই ঘৃণ্য প্রস্তাব পেয়েছিল পাকিস্তান, জানালেন খোদ পাক মন্ত্রীই

কুলভূষণ জাদভকে ঘিরে ফের একবার উলে এলো বিস্ফোরক তথ্য। পাক জেলে বন্দি ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ জাদভকে এক কুখ্যাত জঙ্গির সঙ্গে স্থানান্তরিত করার প্রস্তাব পেয়েছিল পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

কুলভূষণ জাদভকে ঘিরে ফের একবার উলে এলো বিস্ফোরক তথ্য। পাক জেলে বন্দি ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ জাদভকে এক কুখ্যাত জঙ্গির সঙ্গে স্থানান্তরিত করার প্রস্তাব পেয়েছিল পাকিস্তান। একথা স্বীকার করেছেন পাক বিদেশমন্ত্রী খোওয়াজা মহম্মদ আসিফ।

পাক জেলবন্দি কুলভূষণকে নিয়ে এই ঘৃণ্য় প্রস্তাব পেয়েছিল পাকিস্তান, জানালেন খোদ পাক মন্ত্রীই

উল্লেখ্য, য়ে জঙ্গির জায়গায় কিলভূষণকে নিয়ে যাওয়ার কথা বলা হয়, সেই কুখ্যাত জঙ্গি ২০১৪ সালে পাকিস্তানের পেশাওয়ারে শতাধিক স্কুল পড়ুয়াকে হত্যা করার দায়ে দোষী। বর্তমানে সে আফগান জেলে বন্দি। সেই জঙ্গির জায়গায় কুলভূষণকে রেখে, কুলভূষণের জায়গায় জঙ্গিকে নিয়ে যাওয়ার ঘৃণ্য ছক কষে ছিলেন জাতীয় উপদেষ্টা। আর এই প্রস্তাব পাক বিদেশমন্ত্রীকে তিনিই দেন বলে জানিয়েছেন আসিফ।

তবে আসিফ ওই জঙ্গি ও জাতীয় উপদেষ্টার নাম জানাননি। প্রসঙ্গত, আঞ্চলিক শান্তি বজায় রাখা নিয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে এক আলোচনায় কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন আসিফ। তিনি আফগান ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে একথা বলেন। তিনি জানান , পাকিস্তানের থেকেও আফগানিস্তানের অবস্থাআরও খারাপ।

উল্লেখ্য়, ৪৬ বছর বয়সী প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ জাদভ পাক জেলে বন্দি। তাঁকে এবছরের এপ্রিলেই ফাঁসির সাজা শোনা পাকিস্তানি আদালত। যদিও কুলভূষণকে অন্যায়ভাবে বন্দি করার বিরুদ্ধে গর্জে ওঠে ভারত। কূটনৈতিক চালে আন্তর্জাতিক আদালত পর্যন্ত গিয়ে কুলভূষণ ইস্যুতে প্রাথমিত জয় ছিনিয়ে নেয় নয়াদিল্লি।

English summary
Pakistan received a proposal to swap Indian national Kulbhushan Jadhav for a terrorist who carried out the 2014 Peshawar school attack and is now jailed in Afghanistan, Foreign Minister Khwaja Muhammad Asif has claimed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X