For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়রাদের জন্য গচ্ছিত কোটি কোটি টাকার সম্পত্তি, শুনলে চমকে যাবেন

পায়রাদের জন্য গচ্ছিত কোটি কোটি টাকার সম্পত্তি, শুনলে চমকে যাবেন

Google Oneindia Bengali News

মানুষের সম্পত্তি আর্থিক হিসাবেও থাকে আবার বাড়ি, গাড়ি, সোনাদানা অনেক কিছুই হয়। এর জন্য অনেকেই ব্যাঙ্কে টাকা জমান। কিন্তু এসব মানুষের হয়। পায়রারও সম্পত্তি হয়! হয় বটে। এই দুনিয়াতে অনেক কিছুই ঘটে। পায়রার নাম সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন।

পায়রাদের জন্য গচ্ছিত কোটি কোটি টাকার সম্পত্তি, শুনলে চমকে যাবেন

পায়রার নামে সম্পত্তির পরিমাণ

কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে পায়রাদের নামে।ঘটনা রাজস্থানের নাগপুর জেলার জসনগর গ্রামের। পায়রার নামে রয়েছে দোকান, বিঘার পর বিঘা জমি, নগদ টাকা। এলাহি ব্যাপার। জানা গিয়েছে পায়রাদের নামে রয়েছে মোট ২৭টি দোকান, ১২৬ বিঘা জমি। ভাবতে পারছেন ? ১২৬ বিঘা জমি। দু'বিঘা জমি পেতে মানুষের মাথা খারাপ হয়ে যায় আর পায়রার নামে রয়েছে ১২৬ বিঘা জমি এবং ব্যাঙ্কে রয়েছে ৩০ লক্ষ টাকা। পায়রাদের ১০ বিঘা জমির এলাকায় রয়েছে ৪৭০টি গরুর একটি বিশাল গোশালাও। শুনে অবাক হবেন ।অবাস্তব মনে হবে, কিন্তু ঘটনা বাস্তব।

কারা রেখেছেন এই বিপুল পরিমাণ সম্পত্তি ?

ঘটনা ৪০ বছর আগের। স্থানীয় এক গ্রাম প্রধান তাঁর গুরুর উৎসাহে এবং দুই শিল্পপতির উদ্যোগে পায়রাদের জন্য একটি ট্রাস্ট গড়েছিলেন। সেই ট্রাস্ট গড়া হয়েছিল এই জন্যই যাতে পায়রাগুলি খাবার ও জল পায়। শুধু সেই সময় নয় পরেও যাতে তাদের কোনও জল খাবারের কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য তিনি বিশাল জমি, দোকান, অর্থ রাখা হয়েছিল। তার পরিমাণ যে এত তা এখন জানা গিয়েছে।

গত ৩০ বছর ধরে প্রতিদিন ৩ বস্তা করে দানাশস্য এই ট্রাস্টের টাকা থেকে পায়রাদের দেওয়া হয়। তাদের গোশালার জন্যও ট্রাস্ট থেকে নিয়মিত জল খাবার দেওয়া হয়।দোকানগুলির ভাড়া বাবদ মাসে এই ট্রাস্টের প্রায় ৮০ হাজার টাকা আয় হয়। অর্থাৎ, দোকানগুলি থেকে প্রায় বার্ষিক ৯ লাখ টাকা রোজগার। যা পায়রাদের জলের খরচে ব্যয়িত হয়। এ ছাড়া পায়রাদের জন্য নিয়মিত দানধ্যানের রেওয়াজ তো রয়েইছে।

English summary
Property worth crores named after pigeons in this town of Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X