For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসা বিধ্বস্ত দিল্লিতে নিষিদ্ধ জমায়েত, খুলেছে গুটি কয়েক দোকান

আজও থমথমে দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা। গুটি কয়েক দোকান খুললেও কোনও এলাকা কার্যত বনধের আকার নিয়েছে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা।

Google Oneindia Bengali News

আজও থমথমে দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা। গুটি কয়েক দোকান খুললেও কোনও এলাকা কার্যত বনধের আকার নিয়েছে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। গণ্ডগোল এড়াতে এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত দিল্লির হিংসায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

 নিষিদ্ধ জমায়েত

নিষিদ্ধ জমায়েত

হিংসা থামলেও আতঙ্ক কাটেনি চাঁদবাগ, মৌজপুর, জাফরাবাদের বাসিন্দাদের। রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন তাঁরা। চারিদিকে পোড়া গন্ধ। রাস্তা জুড়ে পড়ে রয়েছে ভাঙা বাড়ি ঘরের ইট, সিমেন্টের চাঙর, পোড়া কাঠ, টিন। এলাকায় টহল দিচ্ছে‌ ‌র‌্যাফ। গুটি কয়েক দোকান খুলেছে ঠিকই। তবে সেসব দোকান মেরামত করার জন্য। গণ্ডগোল এড়াতে এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

 রাস্তা সাফাই অভিযান

রাস্তা সাফাই অভিযান

হিংসায় এলাকায় যে অবস্থা হয়েছে তাতে দিল্লির সেই সব এলাকা দেখলে অনেকেই ভয় পেয়ে যাবেন। চেনা এলাকা অচেনা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দিল্লি পুরসভার কর্মীরা এলাকায় সাফাই অভিযান শুরু করেছেন। বড় বড় ক্রেন, বুল্ডোজার পাড়ার রাস্তায় ঘুরছে। রাস্তার মাঝে পড়ে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

এলাকায় শান্তি বৈঠক দিল্লি পুলিসের

এলাকায় শান্তি বৈঠক দিল্লি পুলিসের

সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিস। এলাকায় শান্তি বজায় রাখতি শান্তি বৈঠক করছে পুলিস। প্রায় ৩৩০টি শান্তি বৈঠক করা হয়েছে বিভিন্ন এলাকায়। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই শান্তি বৈঠক চলবে বলে জানিয়েছে দিল্লি পুলিস।

English summary
Prohibited large gathering in vilence hit Delhi, some shops open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X