মধ্যপ্রদেশ থেকে শেয়ার বাজারের পতন, প্রধানমন্ত্রী মোদীকে জোড়া তোপ প্রিয়াঙ্কার
মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ভেঙে যাওয়া নিয়ে এবার সুর চড়াতে দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধীকে। একই সাথে দেশজুড়ে করোনার প্রাদুর্ভাব ও শেয়ারবাজারের তীব্র সংকট নিয়েও এদিন প্রধানমন্ত্রীকে বেঁধেন তিনি।

প্রিয়াঙ্কার কথায়, “প্রধানমন্ত্রী যদি নির্বাচিত সরকারকে পদচ্যুত করার সময় পান, করোনাভাইরাস, সেনসেক্স ক্রাশ নিয়েও তার কথা বলা উচিত।” এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লুএইচও ইতিমধ্যে এই মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণকে 'মহামারী' হিসাবে চিহ্নিত করেছে। ঠিক এই মুহূর্তে কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই ঝাঁঝালো আক্রমণে স্বভাবতই উত্তাল রাজ্য-রাজনীতি।
এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন, “সেনসেক্স পড়ছে। এদিকে ডাব্লুএইচও করোন ভাইরাসকে একটি মহামারী হিসাবে চিহ্নিত করেছে। সাধারণ মানুষের মধ্যে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে শোনা যায় প্রধানমন্ত্রী নাকি জনসংযোগে বিশেষ ভাবে দক্ষ। তিনি যদি এবার নির্বাচিত সরকার ফেলে দেওয়া থেকে খানিক অবসর পান তবে তার উচিত এই মুহূর্তে দেশের আশু সংকট গুলি নিয়ে কথা বলা।”