For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলে রাম রহিমকে খেতে দেওয়ার আগে-পরে কী করা হয় জানেন

ডেরা প্রধান রাম রহিমকে চরম নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে রোহতকের সুনারিয়া জেলে। তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও রকমের ঝুঁকিই নিতে চাইছে না কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

ডেরা প্রধান রাম রহিমকে চরম নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে রোহতকের সুনারিয়া জেলে। তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও রকমের ঝুঁকিই নিতে চাইছে না কর্তৃপক্ষ। রাম রহিমের খাবারের জন্য় যে বন্দোবস্ত করা হয়েছে , তা তাকে দেওয়ার আগে ভারো করে পরীক্ষা করে নেওয়া হয়। সেই খাবার চেখে দেখে জেল কর্তৃপক্ষ , তারপরই তা দেওয়া হয় ধর্ষক রামরহিমকে।

জেলে রাম রহিমকে খেতে দেওয়ার আগে-পরে কী করা হয় জানেন

খাবার চেখে দেখার গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফ করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, সেই খাবার থেকে কিছুটা নমুনা রেখে দেওয়া হচ্ছে ৪৮ ঘণ্টা পর্য়ন্ত। তাতে নিরীক্ষণ করা হচ্ছে যে সেই খাবারে কিছু মেশানো থাকছে কী না। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রামরহিমকে কেন্দ্র করে বহু রকমের হুমকি রয়েছে, তাই আমাদের তার খাবার নিয়ে বেশ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এবিষয়ে ইতিমধ্যেই গোয়ন্দা সূত্রে বহু তথ্য মিলেছে।

সূত্রের খবর, রামরহিমের খাবারে বিষ মেশানো হচ্ছে কী না তার নিরীক্ষণ করছে জেল কর্তৃপক্ষ। চারিদিকে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এমনকি জেলের রান্নাঘর থেকে খাবার আনার সময়টিও ভিডিওতে তুলে রাখা হচ্ছে। এদিকে, আপাতত সাধারণ জেলবন্দিদের মতোই ব্যবহার করছে রাম রহিম বলে জানা গিয়েছে।

English summary
With Dera Sacha Sauda head Gurmeet Ram Rahim Singh being a prisoner with high threat perception, authorities are taking no chances while serving him food inside Rohtak’s Sunaria jail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X