For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেরাদুনে ৫০ হাজার মানুষকে যোগ শেখালেন প্রধানমন্ত্রী মোদী, বললেন যোগ দিবস এখন গণআন্দোলন

বৃহস্পতিবার সকালে দেরাদুনে প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে যোগ্ভ্যাস করে প্রধানমন্ত্রী মোদী পালন করলেন চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সকালে দেরাদুনে প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে যোগ্ভ্যাস করে প্রধানমন্ত্রী মোদী পালন করলেন চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস। তিনি জানান, ব্যক্তি, সমাজ, দেশ - সারা পৃথিবীকে এক করার শক্তি আছে যোগের। যোগ এখন বিশ্বে একতার অন্যতম শক্তিতে পরিণত হয়েছে বলেও জানান তিনি। দেরাদুনের অনুষ্ঠানে যোগাভ্যাসের নেতৃত্ব দেন প্রধামনমন্ত্রীই।

যোগাভ্যাস প্রধানমন্ত্রী মোদীর

যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধাণমন্ত্রী বলেন, 'সুস্বাস্থ ও ভাল থাকার খোঁজে যোগ দিবস এখন পৃথিবীতে গনআন্দোলনে পরিণত হয়েছে।' তিনি বলেন যোগ একই সঙ্গে প্রাচীন এবং আধুনিকও বটে। এতেই এর সৌন্দর্য নিহিত। পৃথিবীকে দেওয়া প্রাচীন ভারতীয় সাধুদের অন্যতম সেরা উপহার যোগ বলেও মন্তব্য করেন তিনি।

২০১৪ সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি ২১ জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রত্যেক বছর এর জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন মোদী। তিনি জানান, 'দিল্লি থেকে ডাবলিন, জাকার্তা থেকে জোহানেসবার্গ সর্বত্র মানুষ যোগ দিবস পালন করছে।'

এবছর যোগ দিবসের প্রধান অনুষ্ঠান করার জন্য দেরাদুনকে বেছে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ২০১৫ সালে দিল্লির রাজপথে প্রথম প্রধানমন্ত্রী মোদীকে যোগাভ্য়াস করতে দেখা গিয়েছিল। এরপর ২০১৬ সালে তিনি ছিলেন চন্ডিগরের ক্যাপিটাল কম্প্লেক্সে, ২০১৭ সালে লক্ষ্ণৌ-এর রামাবাই আম্বেদকর সভাস্থলে তিনি যোগে অংশ নেন।

English summary
Prime Minister Modi leads 50,000 people on International Yoga Day in Dehradun.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X