For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশি বর-কনের বিয়ের অনুষ্ঠানে ত্রাতার ভূমিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বিদেশি বর-কনের বিয়ের অনুষ্ঠানে ত্রাতার ভূমিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Google Oneindia Bengali News

৮ মাস ধরে সব প্রস্তুতি বাতিল হতে বসেছিল এক লহমায়। কোচির পাঁচতারা হোটেলে বিয়ের আসরের আয়োজন করেছিলেন আসলে হ্যাল এবং তাঁর প্রেমিক। সব আয়োজন প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে কোচির সেই পাঁচতারা হোটেল তাঁদের বিয়ের অনুষ্ঠান অন্য কোথাও করার কথা বলেন। কারণ হিসেবে তাঁরা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেসময় এই হোটেলে থাকবেন। তাঁর নিরাপত্তার কারণে বিয়ের অনু্ষ্ঠান সরাতে হবে।

বিদেশি বর-কনের বিয়ের অনুষ্ঠানে ত্রাতার ভূমিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কোচির হোটেল কর্তৃপক্ষের কাছে এই কথা শোনার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন বিদেশিনী কনে। শেষে হ্যাল নিটেই রাষ্ট্রপতির দফতরে টুইট করে জানান তাঁদের সমস্যার কথা। তাঁদের আয়োজনের যাবতীয় তথ্য হ্যাল রাষ্ট্রপতির দফতরকে টুইট করে জানায়।

হ্যালের এই টুইট পাওয়ার পরেই উদ্যোগী হয় রাষ্ট্রপতি ভবন অবশেষে রাষ্ট্রপতির সফরের মধ্যেই নিরাপচত্তার কাটছাঁট করে বিয়ের অনুমতি দেওয়া হয় কোচির তাজ বিবান্ত হোটেলে। টুইটে হ্যাল রাষ্ট্রপতির এই সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটে।

জেএনইউ-তে হিংসা ছড়িয়েছে এবিভিপি ও বামপন্থী উভয়ই, দিল্লি পুলিশের প্রাথমিক রিপোর্টজেএনইউ-তে হিংসা ছড়িয়েছে এবিভিপি ও বামপন্থী উভয়ই, দিল্লি পুলিশের প্রাথমিক রিপোর্ট

English summary
President Ram Nath Kobind help US couple wedding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X