For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু বাজেট অধিবেশন ২০১৬ : উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

  • By Ndia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : আজ থেকে সংসদে শুরু হল এই বছরের বাজেট অধিবেশন। নানা গুরুত্বপূর্ণ বলি পাশ করতে মরিয়া থাকবে নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে রোহিত ভেমুলা, জেএনইউ কাণ্ড থেকে শুরু করে নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করার চেষ্টায় থাকবে বিরোধী দলগুলি।

ফলে সবদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারে বাজেট অধিবেশন। রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেস-সিপিএম একপ্রকার জোট বেঁধেই ফেলেছে। অন্যদিকে জেএনইউ ইস্যুতে নীরব থেকে জল্পনা বাড়িয়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের প্রেক্ষিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুরু বাজেট অধিবেশন ২০১৬ : উদ্বোধনী ভাষণ রাষ্ট্রপতির

এদিন বাজেট অধিবেশনের শুরুতে সংসদের দুটি কক্ষেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ঠিক কী বলছেন তিনি? আসুন তা দেখে নেওয়া যাক একনজরে।

  • আমার সরকার গরিব, কৃষকদের স্বার্থরক্ষা ও যুবকদের কাজের সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করে যাচ্ছে।
  • আর্থিক ও সামাজিক নিরাপত্তা দানের মাধ্যমেই এই লক্ষ্যে পৌঁছতে চাইছে সরকার।
  • গরিবের উন্নতি, কৃষকের সমৃদ্ধি ও যুবকের রোজগার- এই তিন লক্ষ্য নিয়েই এগোচ্ছে আমার সরকার।
  • সবকা সাথ, সবকা বিশ্বাস - এই ধারণা নিয়েই এগোতে চাইছে সরকার।
  • ভারতের উন্নতির জন্য গ্রামীণ এলাকার উন্নতি আমাদের প্রাথমিক লক্ষ্য।
  • বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ৩৯ শতাংশ বৃদ্ধি হয়েছে।
  • আমার সরকার বিশ্বাস করে যে অর্থনৈতিক উন্নতি ও পরিবেশ রক্ষা একইসঙ্গে হতে পারে।
  • ভারতের যুব সম্প্রদায়কে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোট ৭৬ লক্ষ মানুষ গত বছরে প্রশিক্ষিত হয়েছেন।
  • ২০১৫ সালে ভারতে রেকর্ড পরিমাণ বিদ্যুত উৎপাদিত হয়েছে।
  • দেশের প্রথম দুই শহর হিসাবে জয়পুর ও বারাণসী ইউনেস্কোর 'ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক' এর অন্তর্ভুক্ত হয়েছে।
  • সারা বিশ্বে মন্দা আক্রান্ত অর্থনীতির মাঝেও উজ্জ্বল নক্ষত্র হিসাবে উঠে এসেছে ভারতের নাম। টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও ভারত নিজেকে সামলেছে।
  • পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিকে সফলভাবে বাঁচিয়ে রাখা ও জঙ্গিমুক্ত করার জন্য সেনাদের অভিনন্দন।
  • সন্ত্রাসবাদ সারা বিশ্বের কাছেই আতঙ্কের। এর প্রতিরোধ গড়ে তুলে একে পৃথিবী ছাড়া করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
  • প্রতিবেশী দেশগুলি সমৃদ্ধ হোক এটাই আশা করে আমার সরকার।
  • চার দশক পুরনো দাবি 'এক পদ এক পেনশন'-কে চালু করেছে আমার সরকার।
  • সারা বিশ্ব একটাই পরিবারের অংশ, এই ভাবনাতেই বিশ্বাসী আমার সরকার।
  • সংসদের সকল সদস্য একে অপরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করুন, এটাই চাইব।
  • সংসদে বিতর্ক ও আলোচনা হতেই পারে। তবে এটি বাধা সৃষ্টির জায়গা নয়। এই কথাটি ফের একবার মনে করিয়ে উদ্বোধনী বাজেট বক্তৃতা শেষ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
English summary
President Addresses Both Houses Of Parliament As Budget Session Begins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X