For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে ঠিক ‘চ্যানেল’ রেখে দিয়েছেন নীতীশ, চ্যালেঞ্জ দিলেন প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপর নীতীশ কুমারকে পাল্টা বিজেপি-যোগে বিদ্ধ করেন প্রশান্ত কিশোর।

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপর নীতীশ কুমারকে পাল্টা বিজেপি-যোগে বিদ্ধ করেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর নীতীশ কুমারের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি বিজেপির সঙ্গে আপনার কোনও যোগসূত্র না থাকে তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে পদ ছেড়ে দিতে বলুন অবিলম্বে।

কেন রাজ্যসভার পদে আপনার দলের সাংসদ

কেন রাজ্যসভার পদে আপনার দলের সাংসদ

বিহারের মুখ্যমন্ত্রী নীতাশ কুমারকে তিনি চ্যালেঞ্জ দিয়ে জানান, বিজেপির সঙ্গ ছেড়ে আপনি যখন মহাজোটের হাত ধরেছেন, তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে কেন তাঁর পদে বহাল রেখেছেন। কেন জেডিইয়েপ সাংসদকে তিনি তাঁর পদ ছেড়ে দিতে বলছেন না। প্রশান্ত কিশোর বলেন, আপনার যদি বিজেপি বা এনডিএ-র সঙ্গে কোনও সম্পর্কই না থাকবে, তাহলে কেন রাজ্যসভার পদে রেখেছেন আপনার দলের সাংসদকে।

১৪ বছর আপনি বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী

১৪ বছর আপনি বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী

প্রশান্ত কিশোর বলেন, নীতীশ কুমারজি আপনি সবসময় দু-নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসেন। যখন দেখবেন, যে নৌকা ডুবছে, সেখান থেকে পা তুলে নেবেন। আপনি ১৭ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন। তার মধ্যে ১৪ বছর আপনি বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী। তারপর আপনাকে কী করে বলি আপনি বিজেপির সংসর্গ ত্যাগ করেছেন। আপনি ঠিক একটি লিঙ্ক রেখে দিয়েছেন।

নীতীশ অবশ্যই মহাগঠবন্ধনে, বিজেপিতেও চ্যানেল

নীতীশ অবশ্যই মহাগঠবন্ধনে, বিজেপিতেও চ্যানেল

প্রশান্ত কিশোর শনিবার একটি ভিডিও প্রকাশ করে জানান, অনেক লোক খুশি যে নীতীশ কুমার বিজেপির বিরুদ্ধে একটি বড় দেশব্যাপী জোট গঠন করেছে, তবে এটি বিশ্বাসযোগ্য নয়। যতদূর আমি জানি, নীতীশ কুমার অবশ্যই মহাগঠবন্ধনের সঙ্গে আছেন। কিন্তু বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়নি। তিনি ঠিক একটি চ্যানেল করে রেখে দিয়েছেন।

বড় সংযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ

বড় সংযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ

আর নীতীশ কুমারের সবথেকে বড় সংযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। যিনি জেডিইউ সাংসদ। তিনি তাঁর পদ বা দল থেকে পদত্যাগ করেননি। তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে রয়েই গিয়েছেন। যদি তিনি পদ ছাড়তে না চান, তাঁর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারজি।

নীতীশ কুমার এনডিএ জোট থেকে বেরিয়ে গেলেও...

নীতীশ কুমার এনডিএ জোট থেকে বেরিয়ে গেলেও...

তিনি বলেন, এটা বোঝা কঠিন, নীতীশ কুমার এনডিএ জোট থেকে বেরিয়ে গেলেও, তাঁর দলের সাংসদ কী করে রাজ্যসভার একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। বিহারে মহাগঠবন্ধনের সরকার গঠনের জন্য তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে হাত মিলিয়ে এই বছরের অগাস্টে নীতীশ কুমার দ্বিতীয়বারের মতো বিজেপি ছেড়ে দেন।

বিহারে ঘাঁটি গেড়েছেন, জন সুরজ যাত্রায় পিকে

বিহারে ঘাঁটি গেড়েছেন, জন সুরজ যাত্রায় পিকে

প্রশান্ত কিশোর একটা সময়ে নীতীশ কুমারের দলের সহকর্মী ছিলেন। দলবিরোধী কাজ করার অভিযোগে ২০২০ সালে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তারপর তিনি বাংলা, দিল্লি, তামিলনাড়ুতে ভোট কৌশলীর কাজে ব্যস্ত ছিলেন। এখন আবার তিনি বিহারে ঘাঁটি গেড়েছেন। বিহাকরে জন সুরজ যাত্রা শুরু করেছেন। 'বাত বিহার কি' নামে একটি উদ্যোগও স্থাপন করেন।

English summary
Prashant Kishor throws challenge to Nitish Kumar about link with BJP despite to join Mahagathbandhan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X