For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান কেবল সময়ের অপেক্ষা! রাহুল গান্ধীর শীর্ষ বৈঠক নিয়ে জল্পনা

প্রশান্ত কিশোরের (prashant kishor) কংগ্রেসে (congress) যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এমনটাই মনে করছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ বর্ষীয়ান নেতাদের অনেকে। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে কী সুবিধা বা কী অসুবিধা হতে

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরের (prashant kishor) কংগ্রেসে (congress) যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এমনটাই মনে করছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ বর্ষীয়ান নেতাদের অনেকে। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে কী সুবিধা বা কী অসুবিধা হতে পারে তা নিয়ে রাহুল গান্ধী (rahul gandhi) অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কংগ্রেসে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে প্রশান্ত কিশোর পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে।

রাহুলের প্রস্তাবের পর বৈঠক করেছিলেন সোনিয়া-প্রিয়াঙ্কার সঙ্গে

রাহুলের প্রস্তাবের পর বৈঠক করেছিলেন সোনিয়া-প্রিয়াঙ্কার সঙ্গে

প্রশান্ত কিশোর কংগ্রেসকে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় রাহুল গান্ধী বলেছিলেন, কংগ্রেসের যোগ দিতে। তারপর বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্গা গান্ধীর উপস্থিতিতে আলোচনা করেছিলেন প্রশান্ত কিশোর। যদিও প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদানের বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন।

রাহুলের বৈঠক অন্য কংগ্রেস নেতাদের সঙ্গে

রাহুলের বৈঠক অন্য কংগ্রেস নেতাদের সঙ্গে

প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনা যে অনেকদূর এগিয়েছে, তা কংগ্রেসের অন্য নেতাদের জানাতে এবং তাঁদের মতামত নিতে রাহুল গান্ধী ২২ জুলাই ভার্চুয়াল বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে ছিলেন কমলনাথ, মল্লিকার্জুন খারগে, একে অ্যান্টনি, অজয় মাকেন, আনন্দ শর্মা, হরিশ রাওয়াত, অম্বিকা সোনি এবং কেসি বেনুগোপালের মতো নেতারা। প্রশান্ত কিশোরের সঙ্গে নিজের বৈঠকের কথাও রাহুল গান্ধী বৈঠকে তুলে ধরেন বলে সূত্রের খবর।
রাহুল গান্ধী বৈঠকে জানান, প্রশান্ত কিশোরকে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে চায় না কংগ্রেস। আর প্রশান্ত কিশোর দলে যোগ দিলে পক্ষে ও বিপক্ষে মত নেন বর্ষীয়ান নেতানেত্রীদের কাছ থেকে। এব্যাপারে তাঁদের উপদেশও নেন রাহুল।

পরিকল্পনা করেছেন প্রশান্ত কিশোর নিজেও

পরিকল্পনা করেছেন প্রশান্ত কিশোর নিজেও

জানা গিয়েছে, প্রশান্ত কিশোর নিজেও কংগ্রেসের জন্য পরিকল্পনা তৈরি করেছেন। পাশাপাশি কংগ্রেসে তাঁর ভূমিকা কী হবে, তাও তিনি নির্ধারণ করে রাহুল গান্ধীকে বলেছেন।

মাথায় রাখা হচ্ছে জেডিইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথাও

মাথায় রাখা হচ্ছে জেডিইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথাও

কংগ্রেসের অধিকাংশ নেতাই নাকি বলেছেন, প্রশান্ত কিশোরক কংগ্রেসে যোগ দিলে, দলের গুরুত্ব বাড়বে। তবে দলে তাঁর ভূমিকা কী হবে, তা নির্দিষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সিনিয়র নেতাদের কেউ কেউ। কেননা কংগ্রেসের তরফ থেকে মাথায় রাখা হচ্ছে বিহারের নীতীশ কুমারের জেডিইউ-এর সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনার বিষয়টিকেও। ফলে কংগ্রেস প্রশান্ত কিশোরের জন্য কাজের পরিধি ঠিক করে দিতে পারে।

নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসনিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Prashant Kishor likely to join Congress as Rahul Gandhi discuss this matter with Senior Congress leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X