For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোর দল ছাড়তে চলেছেন! দিল্লি বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের দলে তরজা

প্রশান্ত কিশোর দল ছাড়তে চলেছেন! দিল্লির নির্বাচনের আগে নীতীশের দলে তীব্র বিবাদ

  • |
Google Oneindia Bengali News

ভোটকৌশলী প্রশান্ত কিশোরের কি জেডিইউ-সফর শেষ হয়ে গেল? দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই সম্ভাবনা তৈরি হল জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের কথায়। নীতীশ কুমার তাঁর দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরের প্রতি কড়া অবস্থান নেন অমিত শাহের কথার পাল্টা জবাব দেওয়ার পর। নীতীশের ডাকা বৈঠকেও যোগ দেননি প্রশান্ত কিশোর।

অমিত শাহের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর

অমিত শাহের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রাক্তন সভাপতি অমিত শাহের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর। অমিত শাহ দিল্লির নির্বাচনে জোরে ইভিএমের বোতাম টেপার বার্তা দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোর বলেছিলেন ভালোবেসে ইভিএমের বোতাম টিপুন। তারপর থেকেই দুরত্ব বাড়তে শুরু করে বিজেপির শরিক জেডিইউয়ের থেকে।

প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া নীতীশের

প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া নীতীশের

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া জানান, কেউ দল ছাড়তে না চাওয়া পর্যন্ত পার্টিতে থাকতে পারেন। না চাইলে যেতে পারেন। নীতীশ কুমারের এই কথার পরই প্রশান্ত কিশোরের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়।

কিশোরের জেডিইউ-যোগের পূর্বকথা

কিশোরের জেডিইউ-যোগের পূর্বকথা

এদিন প্রশান্ত কিশোরের জেডিইউ-তে যোগ দেওয়ার কথা প্রকাশ করেন নীতীশ কুমার। তিনি বলেন, অমিত শাহ তাঁকে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। তারপরই তিনি জেডিইউয়ে যোগদান করেন। এবং তাঁকে সহ সভাপতির পদ দেওয়া হয়। এখন তিনি দিল্লির নির্বাচনে ভোট কৌশলবিদ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির হয়ে কাজ করছেন। উল্লেখ্য, বাংলাতেও তিনি তৃণমূলের হয়ে কৌশল রচনা করছেন।

দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট নিয়েই বিবাদ

দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট নিয়েই বিবাদ

দিল্লির ভোটেও বিজেপির সঙ্গে জোট বেঁধেছে জেডিইউ। তা দলের অন্দরে অনেকেই মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেননি পবন ভার্মার মতো বর্ষীয়ান নেতা। প্রশান্ত কিশোরও যে মেনে নিতে পারেননি, তা তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর টুইট বার্তায়, বুঝিয়ে দিয়েছেন অমিত শাহকে করা ইভিএম-বার্তার প্রতিবাদে।

বৈঠকে যাব না, দিল্লিতে যাব, জানান প্রশান্ত

বৈঠকে যাব না, দিল্লিতে যাব, জানান প্রশান্ত

মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। তিনি জানান, দিল্লিতে বৈঠকে অংশ নেবেন না। বৈঠকের কোনও অ্যাজেন্ডা নেই। ৩০ জানুয়ারির পর আমি নির্বাচনী প্রচারের জন্য দিল্লিতে যাব। তাঁর এই অনুপস্থিতির পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল।

প্রচারকদের তালিকায় নাম ছিল না প্রশান্তর

প্রচারকদের তালিকায় নাম ছিল না প্রশান্তর

এর আগে দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারে দলের প্রচারকদের যে তালিকা নীতীশের দল প্রকাশ করেছে, তাতে নাম ছিল না প্রশান্ত কিশোরের। যার জেরেই প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। দিল্লি বিধানসভায় বিজেপির সঙ্গে জোট করে লড়াই করছে জেডিইউ। ৭০টি আসনের মধ্যে জেডিইউ লড়াই করবে মাত্র ২টি আসনে।

English summary
Prashant Kishor can leave the party of Nitish Kumar before Delhi Assembly Election. Nitish Kumar gives message to Prashant Kishor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X