For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোর কি বিজেপি বিরোধী মহাজোটে যোগ দেবেন! দিল্লিতে বৈঠকে জল্পনা

প্রশান্ত কিশোর কি বিহারের ভোটে বিরোধী মহাজোটে যোগ দেবেন? নীতীশ কুমারের দল জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পর এই জল্পনাই এখন চলছে জাতীয় রাজনীতিতে।

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর কি বিহারের ভোটে বিরোধী মহাজোটে যোগ দেবেন? নীতীশ কুমারের দল জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পর এই জল্পনাই এখন চলছে জাতীয় রাজনীতিতে। বর্তমানে তিনি কোনও রাজনৈতিক দলে নেই। তবে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে কাজ করছেন তিনি। তবে বিহার নির্বাচনের আগে তাঁর বিরোধী জোটে যোগদান নিয়ে চলছে জোর জল্পনা।

দিল্লিতে বৈঠক প্রশান্ত কিশোরের

দিল্লিতে বৈঠক প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর সম্প্রতি নতুন দিল্লিতে কংগ্রেস নেতা মদন মোহন ঝা, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বা আরএলএসপি-র প্রধান উপেন্দ্র কুশওয়াহা, হিন্দুস্তানি আওম মোর্চা সেকুলার নেতা জিতনরাম মাঝি এবং বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) প্রধান মুকেশ সাহানির সঙ্গে দেখা করার পরে আবার বিজেপি বিরোধী জোটে তাঁর সামিল হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

কানহাইয়া কুমারের সঙ্গে দেখা

কানহাইয়া কুমারের সঙ্গে দেখা

প্রশান্ত কিশোর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। তা নিয়ে জেডিইউ প্রধান নীতীশ কুমারের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয় এবং তাঁকে বহিষ্কার করা হয় দল থেকে। এরপর বিহার সফরে প্রশান্ত কিশোর জেএনইউ-এর প্রাক্তন সভাপতি এবং সিপিআই নেতা কানহাইয়া কুমারের সঙ্গেও দেখা করেন।

কানহাইয়া বিহার-বালক! তেজস্বী?

কানহাইয়া বিহার-বালক! তেজস্বী?

কানহাইয়া কুমারকে তিনি ‘বিহার বালক' বলে বর্ণনা করেন। প্রশান্ত কিশোরের এই ব্যাখ্যার রাজনৈতিক তাৎপর্য রয়েছে যথেষ্ট। তাঁর এই উক্তি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা এনে দেবে। তবে এখনও পর্যন্ত তিনি তেজস্বী যাদবকে নিয়ে কোনও মন্তব্য করেননি বা সাক্ষাতও করেননি।

তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ায়

তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ায়

আরজেডিও প্রশান্ত কিশোরের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। লালু প্রসাদের দল এবার যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বীপ্রসাদ যাদবকেই তুলে ধরতে চাইছে। আরজেডি ইতিমধ্যে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রচারও শুরু করে দিয়েছে এবং রাজ্যের বেকারত্ব তুলে ধরে ২৩ ফেব্রুয়ারি থেকে একটি ‘বেরোজগারি যাত্রা' শুরু করেছেন।

কংগ্রেসের একাংশের ভিন্ন দাবি

কংগ্রেসের একাংশের ভিন্ন দাবি

মুখ্যমন্ত্রী হিসাবে আরজেডি তেজস্বীকে নিয়ে অনড় থাকায় মহাজোটের অন্যান্য শরিকরাও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে। কংগ্রেসের একটি অংশের অভিমত, আসন্ন বিধানসভা নির্বাচনে কুশওয়াহাকে শীর্ষ নেতা হিসাবে বিকল্প জোট গঠন করলে এবং প্রশান্ত কিশোরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনলে অনেক লাভবান হওয়া যেত। এই ধরনের পদক্ষেপ সংখ্যালঘু ভোটকে বিভক্ত করবে এবং শেষপর্যন্ত নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএকে উপকৃত করবে বলে মনে করছেন তাঁরা।

English summary
Prashant Kishor can join in anti-BJP alliance before Bihar Assembly Election. He already starts new campaign ‘NDA harao mission’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X