For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগপুরেই তিনি জবাব দেবেন! কেন একথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি

নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠান এড়িয়ে চলার ডাকে সাড়া দিলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৭ জুন নাগপুরে আরএসএস-এর সদর দফতরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নাগপুরেই তিনি সব বিষয়ের জবাব দেবেন।

  • |
Google Oneindia Bengali News

নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠান এড়িয়ে চলার ডাকে সাড়া দিলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৭ জুন নাগপুরে আরএসএস-এর সদর দফতরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নাগপুরেই তিনি সব বিষয়ের জবাব দেবেন। জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

নাগপুরেই তিনি জবাব দেবেন! কেন একথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি

এবিষয়ে যা বলার, তিনি নাগপুরেই বলবেন। নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একাধিক চিঠি তিনি পেয়েছেন। ফোনও পেয়েছেন বেশ কিছু। কিন্তু কোনও কিছুরই জবাব দেননি তিনি।

প্রাক্তন রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন কংগ্রেসে থাকার সময়ে তাঁর খুব কাছের বলে পরিচিত জয়রাম রমেশ। সিকে জাফর শরিফ এবং রমেশ চেন্নিথানাও চিঠি লিখেছেন প্রণব মুখোপাধ্যায়কে।

কেরল বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা বলেছেন, নাগপুরের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়ার সিদ্ধান্ত ধর্মনিরপেক্ষ ভাবাবেগে আঘাত পেয়েছে। ফলে সেই অনুষ্ঠান থেকে প্রাক্তন রাষ্ট্রপতির দূরে থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

জয়রাম রমেশ বলেছেন, এক ধরনের রাজনৈতিক ভাবধারা নিয়ে তিনি( প্রণব মুখোপাধ্যায়) তাঁদের (জয়রাম রমেশ) এগিয়ে নিয়ে গিয়েছেন। এখন কী এমন হল যে তাঁকেই আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিতে হবে।

বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম অবশ্য বলছেন প্রণব মুখোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দিন। তবে আরএসএস-এর অনুষ্ঠানে গিয়ে তাদের ভাবধারার ভুল দিকটি কোথায় তা তুলে ধরুন।

আরএসএস অবশ্য দাবি করছে, মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণ তাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আর ১৯৬৩ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাদের (আরএসএস) কর্মীদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

English summary
Pranab Mukherjee refuses to skip RSS event, says he will respond in Nagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X