For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টিকাকরণের জেরে ফাঁপড়ে পোলিও কর্মসূচি! কেন্দ্রের নয়া নির্দেশিকায় বাড়ছে উদ্বেগ

করোনা টিকাকরণের জেরে ফাঁপড়ে পোলিও কর্মসূচি! কেন্দ্রের নয়া নির্দেশিকায় বাড়ছে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যান্য উন্নত দেশের ন্যায় ভারতেও শুরু হতে চলেছে করোনা টিকাকরণ। ইতিমধ্যেই ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে পৌঁছে গিয়েছে ভ্যাকসিনের প্রথম চালান, আর তা ঘিরেই যেন সাজ সাজ রব গোটা দেশে। যদিও প্রদীপের নীচের অন্ধকারের মতোই ধন্ধ বাড়ছে পোলিও টিকাকরণ ঘিরে। করোনা টিকাকরণের কারণে ১৭ই জানুয়ারির পোলিও কর্মসূচি পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য, সম্প্রতি এমনটাই জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকাতে।

করোনা টিকাকরণের কারণে পিছিয়ে গেল পোলিও কর্মসূচি

করোনা টিকাকরণের কারণে পিছিয়ে গেল পোলিও কর্মসূচি

প্রতি বছর জানুয়ারি মাসে এবং বছরের মাঝামাঝি সময়ে পোলিও কর্মসূচি হয় দেশজুড়ে। যদিও এবছর আগামী ১৬ই জানুয়ারি থেকে দেশে চালু হবে করোনা টিকাকরণ, আর তাই ১৭ই জানুয়ারির পোলিও কর্মসূচি পিছোবে অনির্দিষ্টকালের জন্য, এমনটাই জানান হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে।

 রাজ্যের স্বাস্থ্যসচিবদের পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা

রাজ্যের স্বাস্থ্যসচিবদের পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা

সূত্রের মতে, পোলিও কর্মসূচি পিছিয়ে দেওয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যগুলিকে। চিঠি অনুযায়ী, "১৯.১১.২০-এর চিঠির বক্তব্য মেনে আগামী ১৭ই জানুয়ারি, ২০২১ তারিখে জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচি (এনআইডি)-এর দিন পিছোনোর আর্জি জানান হচ্ছে রাজ্যকে।" জানা গেছে, রাজ্যের স্বাস্থ্যসচিবদের মূলত এই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।

 তাহলে কবে হবে পোলিও টিকাকরণ কর্মসূচি?

তাহলে কবে হবে পোলিও টিকাকরণ কর্মসূচি?

পোলিও টিকাকরণ পিছিয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই শিশুদের নিয়ে চিন্তা বাড়ছে জনগণের মধ্যে। আবার কবে শুরু হবে পোলিও কর্মসূচি, এহেন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা কোনো সদুত্তর দিতে পারেননি বলেই খবর। যদিও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের মতে, "করোনা টিকাকরণ শেষের দিকে এগোলেই শুরু হবে জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচি।"

টিকাকরণের ফাঁসে সরকারি কাজে বিলম্ব

টিকাকরণের ফাঁসে সরকারি কাজে বিলম্ব

টিকাকরণের ফাঁসে পড়ে কোভিডের সঙ্গে যুক্ত নয়, এমন সরকারি প্রকল্পও অনির্দিষ্টকালের স্থগিত হওয়ার পথে এগিয়েছে, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য সেক্রেটারি রাজেশ ভূষণ। ভূষণের মতে, "কোভিডের জন্য এর আগে অন্যান্য ক্ষেত্র বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু টিকাকরণের ক্ষেত্রেও আমরা একই ভুল করতে চাইনা। টিকাকরণ চলাকালীন যাতে অন্যান্য সরকারি প্রকল্প যথাযথভাবে চালু থাকে, তার জন্য আমরা সদা সচেষ্ট।"

কৃষক আন্দোলনের জেরে ফাটল হরিয়ানার জোট সরকারে! মোদী-দুষ্মন্ত বৈঠক ঘিরে জোর জল্পনাকৃষক আন্দোলনের জেরে ফাটল হরিয়ানার জোট সরকারে! মোদী-দুষ্মন্ত বৈঠক ঘিরে জোর জল্পনা

English summary
In the midst of corona vaccination, the polio program is currently closed, new directive of the Union Ministry of Health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X