For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০০ পড়ুয়াকে বাঁচাতে প্রাণ হাতে করে বোমা নিয়ে ছুটলেন এই পুলিশকর্মী, ভাইরাল হল ভিডিও

৪০০ স্কুল পড়ুয়াকে বাঁচাতে দশ কেজি ওজনের বোমা বুকে নিয়ে ১ কিমি ছুটলেন মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

কথায় আছে পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা। আমজনতা সেকারণেই থানা- পুলিশ একটু এড়িয়েই চলে। কিন্তু পুলিশ যে আমজনতার শত্রু নয়, তা বারেবারে প্রমাণ করতে হয় তাদের। ঠিক যেমনটা করলেন মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল অভিষেক প্য়াটেল। ৪০০ স্কুল পড়ুয়াকে বাঁচাতে দশ কেজি ওজনের বোমা বুকে নিয়ে ১ কিমি ছুটলেন এই পুলিশকর্মী।

৪০০ পড়ুয়াকে বাঁচাতে প্রাণ হাতে করে বোমা নিয়ে ছুটলেন এই পুলিশকর্মী, ভাইরাল হল ভিডিও

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যপ্রদেশের চিটোরা গ্রামে। সেখানে একটি স্কুলের ১ কিমি দুরে আচমকাই বিশাল বোমাটি দেখা যায়। পুলিশ এসে বোমাটি যখন উদ্ধার করে তখন স্কুল চলছে পুরোদমে। অন্যান্য পুলিশ আধিকারিকরা যখন বোমাটিকে কীভাবে সরানো যায় তা নিয়ে আলোচনা করছেন সেসময়েই আচমকা বোমাটি তুলে নিয়ে দৌড় লাগান অভিষেক প্যাটেল। প্রায় ১ কিমি দৌড়ে বোমাটি স্কুল থেকে অনেকটা দুরে সরিয়ে নিয়ে যান তিনি। কোনও এক গ্রামবাসী তা মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিও এখন ভাইরাল।

অভিষেক জানিয়েছেন, যেকোনও বড় বিস্ফোরণের ক্ষেত্রে আশে- পাশের ৫০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় বলেই পুলিশ ট্রেনিংয়ে তাঁদের শেখানো হয়েছে। সেকারণেই স্কুল থেকে বোমাটি অনেকটা দুরে সরিয়ে নিয়ে যান তিনি। অভিষেকের সাহসিকতার জন্য তাঁকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

তবে বোমাটি এখানে কীভাবে এল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কাছেই সেনা ছাউনি থাকায় সেখান থেকে কোনওভাবে বোমাটি এখানে এসে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
A police constable from MP police ran away with a crude bomb to save lives of 400 students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X