For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Border row escalates: কর্নাটক-মহারাষ্ট্রের সীমান্ত বিতর্কে হাই-অ্যালার্ট, বন্ধ হল বাস পরিষেবা

Border row escalates: কর্নাটক-মহারাষ্ট্রের সীমান্ত বিতর্কে হাই-অ্যালার্ট, বন্ধ হল বাস পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

Maharashtra-Karnataka border row: ক্রমশ উদ্বেগের জায়গাতে যাচ্ছে মহারাষ্ট্র এবং কর্নাটকের মধ্যে সীমান্ত বিবাদ। আর তা নিয়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুলিশের তরফে। এই অবস্থায় মহারাষ্ট্র রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (MSRTC) কর্নাটকের উদ্দেশ্যে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। কর্ণাটকে তাঁদের বাসে হামলা হতে পারে। আর এই আশঙ্কাতেই দুই রাজ্যের মধ্যে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পালটা কর্নাটক থেকেই বাস আসা বন্ধ হয়ে গিয়েছে। আর এই বিবাদে সবথেকে সমস্যাতে পড়েছেন সাধারণ মানুষ।

সীমান্ত বিতর্ক নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়

সীমান্ত বিতর্ক নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়

বুধবার সীমান্ত বিতর্ক নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়। কর্ণাটকের বেলাগাভিতে এই বিক্ষোভ হয়। আর সেই বিক্ষোভ চলাকালীন মহারাষ্ট্রের বাস ও ট্রাকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এমনকি তৈরি হয় আতঙ্কের পরিবেশও। আর এরপরেই মহারাষ্ট্র পুলিশের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। দুই রাজ্যের মধ্যে চলা বিরোধের কারণে বাসে হামলা হতে পারে। আর এই বার্তাও পুলিশের তরফে দেওয়া হয়। আর এরপরেই বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাস এবং যাত্রীদের নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরেই ফের সার্ব্জহিস চালু হবে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন

আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন

বলে রাখা প্রয়োজন, কর্ণাটকের বেলাগাভিতে মহারাষ্ট্রের বাসে হামলার ঘটনা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এমনকি এই বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলেও জানান। এমনকি কর্নাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন ফড়নবীশ। শারদ পাওয়ার এজন্যে কর্নাটকে যাওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয় মহারাষ্ট্র সরকারের তরফে। পাশাপাশি দুই রাজ্যের মানুষকে শান্তি থাকার বার্তা দেওয়া হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বজায় রাখার কথাও বলা হয়েছে। এমনকি শান্তি বজায় রাখা উয়চিত বলেও দাবি ফড়নবিশ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন শিন্ডে

আর এর মধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সঙ্গে ফোনে কথা বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সীমান্ত সমস্যা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। তবে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একমত হয়েছে। মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এর মধ্যেই কর্ণাটকের 850টি গ্রামে বসবাসকারী মারাঠি ভাষীদের জন্য মহারাষ্ট্র সরকারের প্রস্তাবিত প্যাকেজ ঘোষণা করেছে। আর তা থেকেই নতুন করে বিতর্কের সূত্রপাত বলে জানা যাচ্ছে। আর তা থেকেই নতুন করে অসান্তির আশঙ্কা তৈরি হচ্ছে। যদিও দুই রাজ্যেই সতর্ক পুলিশ প্রশাসন।

MCD Election Result: দিল্লিবাসীর ভালবাসায় মুগ্ধ! আপের জয়ের পরে মোদীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল MCD Election Result: দিল্লিবাসীর ভালবাসায় মুগ্ধ! আপের জয়ের পরে মোদীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল

English summary
Police raised alert in Maharashtra, govt stopped all bus service to Karnataka after that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X