For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা বিতর্কে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি! কড়া ব্যবস্থা কেরল সরকারের

সবরিমালা নিয়ে সরগরম কেরল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুয়ো ছবি। এমনই এক ছবির জেরে গ্রেফতার করা হয়েছে এক আরএসএস অনুগামীকে। অভিযুক্তের মোবাইল ফোনটি সাইবার সেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সবরিমালা নিয়ে সরগরম কেরল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুয়ো ছবি। এমনই এক ছবির জেরে গ্রেফতার করা হয়েছে এক আরএসএস অনুগামীকে। অভিযুক্তের মোবাইল ফোনটি সাইবার সেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সবরিমালা বিতর্কে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি! কড়া ব্যবস্থা কেরল সরকারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখা গিয়েছিল, আয়াপ্পা ভক্তকে লাথি মারছেন এক পুলিশ অফিসার। ছবিটিকে আয়াপ্পা ভক্তদের ওপর পুলিশি অত্যাচার বলে প্রচার চালানো হয়। তবে পরীক্ষা করে দেখা যায় ছবিটি ভুয়ো। এরপরেই মান্নার পুলিশ ৩৯ বছর বয়সী আরএসএস অনুগামী রাজেশ আর কুরুপকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তি মান্নারের চেম্বাকাপল্লির বাসিন্দা।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাজেশ আরএসএস-এর অনুগামী। এরাই ছবিটি ছড়িয়ে দেয়। পুলিশি বর্বরতা হিসেবে প্রচার চালানোর কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় ছবিটি ভুয়ো। এক ফটোগ্রাফার নিজের স্টুডিওর ওয়াটার মার্ক দিয়ে ছবিটি দিয়েছিলেন। তারও প্রমাণ পাওয়া যায়। আসল ছবিটিতে দেখা যায় আয়াপ্পা ভক্ত হিসেবে ছবিটি তুলেছিলেন ওই আরএসএস অনুগামী। হাতে ছিল আয়াপ্পার মূর্তি। তবে দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে হাতে আয়াপ্পা মূর্তি ধরা অবস্থাতেই বুকে পুলিশের লাথি। এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়।

চেন্নিথালা এরিয়ার ডিওয়াইএফআই সেক্রেটারি এস শরথবাবু বিষয়টি নিয়ে আলাপুঝা জেলা পুলিশের প্রধান এস সুরেন্দ্রনের কাছে অভিযোগ জানান বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

রাজেশের বিরুদ্ধে ভারতীর দণ্ডবিধির ১৫৩ ও ৫০০ ধারা প্রয়োগ করা হয়। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে কেরল পুলিশের ১১৮ ও ১২০ নম্বর ধারা প্রয়োগ করা হয়। যদিও ধৃতকে পরে জামিনে মুক্ত করা হয়।
প্রকাশিত খবর অনুযায়ী, সাব ইনস্পেক্টর জোস ম্যাথু বলেছেন, রাজেশ অভিযোগ স্বীকার করে নিয়েছেন। রাজেশের ফোনটিকে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য সাইবার সেলে পাঠানো হয়েছে।

English summary
Police arrested RSS man for staging fake photo of police action at Sabarimala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X