For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর লকডাউনের ভাষণ ভেঙে দিল সমস্ত রেকর্ড

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী এতদিন ধরে যা ভাষণ দিয়েছেন সবথেকে বেশি দর্শক সংখ্যা ছিল লকডাউন ঘোষণার দিন। গত ২৪ মার্চ দেশের সামনে নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন। সেই দিন ওই ভাষণের দর্শক সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এমনকী তা ২০১৯ সালের আইপিএলের ফাইনালের সময়ও এত দর্শক সংখ্যা ছিল না। জানা গিয়েছে ১৩৩ মিলিয়ন দর্শক আইপিএলের ফাইনাল দেখেছিলেন, যা রেকর্ড ছিল।

লকডাউনের ভাষণে ১৯৭ মিলিয়ন ভিউয়ার্স

লকডাউনের ভাষণে ১৯৭ মিলিয়ন ভিউয়ার্স

টেলিভিশন রেটিং সংস্থা বিএআরসি-নিয়েলসন জানিয়েছে, ২০১টি টিভি চ্যানেলে ৩০ মিনিটের মোদীর ভাষণে দর্শক হয়েছিল ১৯৭ মিলিয়নের বেশি। এই ভাষণ এক মিনিটে ৩,৮৯১ মিলিয়ন দর্শক দেখেছেন। এ বছরের ২৪ মার্চ মোদীর ঘোষণা সবচেয়ে বেশি দর্শক হয়েছে এবং এটি খবরের ঘটনায় সবচেয়ে বড় খবর বলে গণ্য করা হয়েছে। ২০১৬ সালের নোট বাতিলের ভাষণও এত দর্শক বা ভিউয়ার্সশিপ পায়নি।

জনতা কার্ফুতেও এত দর্শক হয়নি

জনতা কার্ফুতেও এত দর্শক হয়নি

করোনা ভাইরাস সঙ্কটের মধ্যে এটি মোদীর টিভিতে দ্বিতীয় ভাষণ ছিল। ১৯ মার্চ ‘‌জনতা কার্ফু'‌ ঘোষণার সময়ও এক মিনিটে ১,২৭৫ মিলিয়ন দর্শক টেনেছিল ও ৮৩ মিলিয়ন মানুষ মোদীর এই ভাষণ শুনেছিল। গত বছর ৮ আগস্ট অনুচ্ছেদ ৩৭০ বিলুপ্তির ঘোষণার সময় তা ১৬৩টি চ্যানেলে সম্প্রচারিত হয়। কিন্তু লকডাউন ঘোষণার মতো দর্শক টানতে পারেনি।

অর্থমন্ত্রীর ভাষণও দর্শক সংখ্যা ছিল উল্লেখযোগ্য

অর্থমন্ত্রীর ভাষণও দর্শক সংখ্যা ছিল উল্লেখযোগ্য

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য গরীবদের সাহায্য করতে অর্থমন্ত্রীর ত্রাণ প্যাকেজের ঘোষণাও বেশ ভালোই ভিউয়ার্স পেয়েছিল। যদিও সেই তথ্য এখনও ঘোষণা করা হয়নি।

English summary
PM Modi’s Lockdown Announcement, views 197 million, Beats IPL 2019 Final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X