For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে আসছেন মোদী! দিন-রাতের কাজে বদলে গেল গোটা হাসপাতাল

মোবরীতে সেতু দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা! ইতিমধ্যে ১০০ পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। এমনকি আহতের সংখ্যাও কার্যত চমকে দেওয়ার মতো। এই অবস্থায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সফরের আগে

  • |
Google Oneindia Bengali News

মোবরীতে সেতু দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা! ইতিমধ্যে ১০০ পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। এমনকি আহতের সংখ্যাও কার্যত চমকে দেওয়ার মতো। এই অবস্থায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সফরের আগে একেবারে নতুন ভাবে সাজিয়ে তোলা হল গোটা হাসপাতালকে।

সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে আসছেন মোদী! দিন-রাতের কাজে বদলে গেল গোটা হাসপাতাল

শুধু তাই নয়, দিন-রাত কাজ করে দেওয়ালের নতুন রঙ করা থেকে শুরু করে পুরো কলচে বদলে ফেলা হল। আর সেই কাজের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। শুধু তাই নয়, মোরবীর হাসপাতালের সেই কাজের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি।

তাঁদের তোপ, প্রধানমন্ত্রী হাসপাতালে এলে গোটা দেশের সামনে হাসপাতালের বেহাল ছবি সামনে চলে আসবে। আর তা চলে আসলে মুখ পুড়বে বিজেপি সরকারের। আর সেদিকে তাকিয়েই এমন রঙ এবং কাজ করা হচ্ছে বলে কটাক্ষ বিরোধীদের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের একাধিক জায়গাতে রংয়ের কাজ করা হচ্ছে। এমনকি জলের নতুন সমস্ত ফিল্টার বসানো হচ্ছে। এমনকি বেডও পরিবর্তন করে দেওয়া হয়েছে। মোদীর আহতদের দেখতে যাওয়ার জন্যে এমন পরিবর্তনকে অনেকেই কটাক্ষ করছেন। শুধু বিরোধী দলই নয়, সাধারণ মানুষের তোপের মুখেও বিজেপি সরকার। যা নিয়ে তীব্র অস্বস্তিতে মোদী সরকার।

বলে রাখা প্রয়োজন, গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় প্রকাশ্যে একের পর এক গাফিলতির বিষয় সামনে আসছে। মোরবি পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। গুজরাতের মোরবির শতাব্দীপ্রাচীন সেতু মেরামতের জন্য পুরসভা কোনও টেন্ডার ডাকেনি।

সাধারণ কোনও সরকারি কাজে টেন্ডার ডেকে তার পরে কাজের বরাত দেওয়া হয় িঠকাদার সংস্থাকে। কিন্তু মোরবি ব্রিজের ক্ষেত্রে সেটা ঘটেনি। পুরসভা নিজেদের মত করে গুজরাতের একটি সংস্থাকে কাজ করার দায়িত্ব দিয়েছিল। মোরবি শহর পুরসভার কাগজ পত্র দেখে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। আর তা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি সরকার।

অন্যদিকে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে ঘটবনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। শুধু তাই নয়, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। নৌবাহিনী থেকে শুরু করে সমস্ত ফোর্সকে নামিয়ে দেওয়া হয়েছে উদ্ধারকাজে। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই রক্ষনাবেক্ষণকারী সংস্থার বলে জানা যাচ্ছে।

চরমে সংঘাত!টাটা-এয়ারবাস বিমান তৈরি নিয়ে ফড়নবিশকে চ্যালেঞ্জ আদিত্য ঠাকরেরচরমে সংঘাত!টাটা-এয়ারবাস বিমান তৈরি নিয়ে ফড়নবিশকে চ্যালেঞ্জ আদিত্য ঠাকরের

English summary
PM visits hospital after bridge tragedy, cleaned overnight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X