For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তাল সমুদ্র, সৌরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে তাউকটে, সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তাল সমুদ্র, সৌরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে তাউকটে, সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Google Oneindia Bengali News

ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫কিলোমিটার বেগে বইছে ঝড়। উত্তাল সমুদ্র। তীব্র তার ঢেউ। আছড়ে পড়ছে উপকূলে। ঝড় আর বৃষ্টির দাপটে লন্ডভন্ড সৌরাষ্ট্র। নিজের রাজ্যের অবস্থা খতিয়ে দেখতে আগামিকালই গুজরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ৯টার মধ্যে তিনি রওনা হয়ে যাবেন দিল্লি থেকে। আকাশ পথে ক্ষয়ক্ষতি ঘুরে দেখবেন তিনি।

 বিপর্যস্ত গুজরাত

বিপর্যস্ত গুজরাত

তাউকটের তাণ্ডবে বিপর্যস্ত গুজরাত। ১৬০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে গুজরাতের উপকূলে আছড়ে পড়েছিল তাউকটে। তীব্র তার গতি। উথাল-পাথাল সমুদ্র। ঢেউয়ের দাপটে ভেঙে গিয়েছে উপকূলবর্তী এলাকার একাধিক বাড়ি ঘর। আহমেদাবাদ, ভবনগর, উনা, দমন -দিউ সহ একাধিক এলাকা লন্ড ভন্ড হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। বাড়ি ঘর ভেঙে চুরমার। উপরে পড়েছে গাছপালা। একাধিক মানুষের মৃত্যু হলেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ

উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ

আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।১০০ কোম্পানি এনডিআরএফ পাঠানো হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল নৌসেনা এবং বায়ু সেনাকেও। কেরল-কর্নাটকে তাণ্ডব চালিয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে তাউকটে। সেখানেইপ্রবল বর্ষণএবং ঝড়ে বিপর্যস্ত গোটা রাজ্য। তারপরে গুজরাতে ল্যান্ড ফল। ভয়ঙ্কর তীব্র গতি নিয়ে গুজরাত উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তাউকটে।

গুজরাত পরিদর্শনে মোদী

গুজরাত পরিদর্শনে মোদী

নিজের রাজ্যের ভয়ঙ্কর ক্ষতির কথা ফোনে জানতে পেরে আন নিজেকে স্থির রাখতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। আগামিকালই গুজরাত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামিকাল সকাল সাড়ে নটাতেই দিল্লি থেকে গুজরাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। ঘুরে দেখবেনএলাকা। তার পরে আহমেদাবাদে একটা বৈঠকও করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

শুধু গুজরাতেই ১৩ জনের মৃত্যু

শুধু গুজরাতেই ১৩ জনের মৃত্যু

করোনা সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ইতিমধ্যেই ১৩ জনের প্রাণ গিয়েছে গুজরাতে। মুখ্যমন্ত্রী আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। সেনা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ যায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

English summary
PM Narendra Modi will visit Gujrat tomorrow to review sitiuation after Cyclone Taukte
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X