For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যে আগুন আপনাদের মনের মধ্যে জ্বলছে, সেই আগুন আমার মনেও আছে',হুঙ্কারের সুরে আর কী বললেন মোদী

পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে একাধিকবার নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ভাষায় মোদী জানিয়ে ছিলেন শহিদদের বলিদান বৃথা যাবে না।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে একাধিকবার নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ভাষায় মোদী জানিয়ে ছিলেন শহিদদের বলিদান বৃথা যাবে না। আর এদিন বিহারের সভা থেকে তিনি ফের একবার পুলওয়ামা ইস্যুতে অগ্নিগর্ভ বক্তব্য পেশ করেছেন।

মোদীর বক্তব্য

বিহারের বারাউনিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে , বিহারের ভূমিপুত্র সিআরপিএফ জওয়ান সঞ্জয় কুমার ও রতন ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমমন্ত্রী। এরপরই পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বিহারের সভা থেকে মোদী জানান, 'যে আগুন আপনাদের মধ্যে রয়েছে সেই আগুন আমার মধ্যেও জ্বলছে। '

একাধিক প্রকল্পের উদ্বোধন

এদিন বিহারের সভায় 'উর্জা গঙ্গা যোজনা'র উদ্বোধন করেন মোদী। পূর্ব ভারতকে সংযুক্ত করতে পারবে এই প্রকল্প। এর আওতায় থাকছে ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মত একাধিক রাজ্য।

নীতিশ-মোদী পাশাপাশি

এককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নীতীশ কুমারের দূরত্ব কটা ছিল সে সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই। তবে সেই দূরত্ব মুছে এদিন দুই নেতাকে দেখা গেল পাশাপাশি এদিন বিহারের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী।

English summary
PM Narendra Modi on Pulwama terror attack,again sends strong messege From Bihar rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X