মমতাকে কিস্তিমাত করলেন মোদী, বিরোধিতা উপেক্ষা করে ‘টিম ইন্ডিয়া’ তত্ত্বে একতার বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য মুখ্যমন্ত্রীদের বিরোধিতাকে উপেক্ষা করে 'টিম ইন্ডিয়া'র তত্ত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 'টিম ইন্ডিয়া'র স্লোগান তুলে সমস্ত রাজ্যকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন। বলেন, আমরা একজোট হয়ে দেশের সমস্যার সমাধান করতে অঙ্গিকারবদ্ধ। আমাদের 'টিম ইন্ডিয়া' হয়ে কাজ করতে হবে।

এদিন নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা-সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদেরও সম্মিলিত বিরোধিতার মুখে পড়েন। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, ডিজিটাল লেনদেন থেকে শুরু করে স্বচ্ছ ভারত মিশন- সব ক্ষেত্রেই রাজ্যগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
[আরও পড়ুন:মোদীকে ডিজিটাল-চ্যালেঞ্জ! দিল্লি-দখলের লক্ষ্যে ৪০ হাজার 'সেনা' নামাচ্ছেন মমতা]
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ পূর্ণাঙ্গ নীতি আয়োগের বৈঠক করলেন। এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে মোদী বিরোধিতা সামলে এক হয়ে চলার ডাক দিলেন। লক্ষ্য স্থির করলেন- কৃষকদের আয় দ্বিগুণ করা ও নতুন ভারত গঠন নিয়ে। এদিন কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত শোনেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গেই কৃষকদের দুরবস্থা নিয়ে সরব হন বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

মোদী এদিন সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রীদের বিরোধিতার মুখে পড়লেও বাকচাতুর্যে সবাইকে এক জোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে 'টিম ইন্ডিয়া'র কথা বলেন। কাউকে আলাদা করে দেখছেন না তিনি, সমস্ত রাজ্যকেই তিনি সমান গুরুত্ব দেন বলে দাবি করেন। যদিও মোদী সরকারের নীতি নিয়ে সমালোচনায় মুখর হন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা।
[আরও পড়ুন: মোদী সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা, বৈঠকের মাঝেই ছুড়লেন প্রশ্নবাণ]