For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপের বিরুদ্ধে দরিদ্রের বঞ্চনার অভিযোগ, জাতীয় সুরক্ষার প্রশ্নে বিরোধীদের আক্রমণ মোদীর

চারদিন পরেই দিল্লি বিধানসভার নির্বাচন। বিজেপির টার্গেটে প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। এদিন দ্বারকার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আম আদমি পার্টিকেই আক্রমণ করলেন।

  • |
Google Oneindia Bengali News

চারদিন পরেই দিল্লি বিধানসভার নির্বাচন। বিজেপির টার্গেটে প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। এদিন দ্বারকার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আম আদমি পার্টিকেই আক্রমণ করলেন। পাশাপাশি তিনি গত ছয় বছরে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণের সামনে তুলে ধরেন। জাতীয় সুরক্ষার প্রশ্নে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টাও করেন তিনি।

বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা

বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা

এদিনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সুরক্ষার প্রশ্নে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করেন। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনে বিরোধীদের সমর্থনের উল্লেখ করেছেন মোদী। পুলওয়ামা পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক, সংবিধানের ৩৭০ ধারা বিলোপ এবং বর্তমান সময়ে সিএএ-র কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রশ্ন করেন, এইধরনের নেতৃত্বকে তারা শাস্তি দেবেন কিনা।

সিএএ নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ

সিএএ নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ

প্রধানমন্ত্রী মোদী দিল্লির নির্বাচনী সভায় সিএএ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তোলেন। দিল্লির ভোটাররা এর জবাব দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রের গরিবদের সাহায্যকারী প্রকল্প না অনুসরণ করার অভিযোগ

কেন্দ্রের গরিবদের সাহায্যকারী প্রকল্প না অনুসরণ করার অভিযোগ

নরেন্দ্র মোদী গরিবদের পাশের দাঁড়ানোর কেন্দ্রের প্রকল্পগুলি দিল্লির কেজরিওয়াল সরকার অনুসরণ করেনি বলে অভিযোগ করেন। ফলে গরিবদের কাছে পর্যাপ্ত সরকারি সুবিধা পৌঁছে যায়নি।
মোদী বলেন, আয়ুষ্মান ভারত, জনধন যোজনা, আয়ুষ ভারত প্রকল্পে সারা দেশে যত মানুষ উপকৃত হয়েছেন, তা অনেক দেশের জনসংখ্যার থেকেও বেশি।

দেশ পরিবর্তিত হয়েছে, এবার দিল্লির সময়

দেশ পরিবর্তিত হয়েছে, এবার দিল্লির সময়

প্রধানমন্ত্রী দাবি করেন, দেশে উন্নয়ন হচ্ছে অভূতপূর্ব গতিতে। তিনি আরও দাবি করেন, প্রথমবারের জন্য কোনও প্রকল্প কার্যকর করাও হচ্ছে দ্রুত গতিতে। দিল্লিতেও সেই গতিতে উন্নয়ন হোক তিনি তা চান। প্রধানমন্ত্রী মোাদী বলেন, দেশ পরিবর্তিত হয়েছে, এবার দিল্লির সময়।

দিল্লির কলোনিগুলির জন্য স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড

দিল্লির কলোনিগুলির জন্য স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড

এর আগে মোদী সভা করেনে কাকারদোমায়। সেখানে তিনি বলেন, তাঁর সরকার দিল্লির অঅনুমাদিত কলোনিগুলির ৪০ লক্ষ বাসিন্দাদের জন্য পদক্ষেপের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত কলোনিগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে স্পোশাল ডেভেলপমেন্ট বোর্ড তৈরির কথাও জানিয়েছেন তিনি।

English summary
PM Narendra Modi makes frontal attacks on AAP and oppositions on National Security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X