For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘চৌকিদার’দের সঙ্গে কথা ‘চৌকিদারে’র, 'ম্যায় ভি চৌকিদারে'র প্রচারে মোদী

এবার লোকসভায় আগে রাহুল গান্ধী ‘চৌকিদার চোর হ্যায়’ প্রচারকে তুঙ্গে তুলতে চাইছিলেন। তাঁরা পাল্টা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ম্যায় ভি চৌকিদারে’-র প্রচারকে গণ আন্দোলনের রূপ দিতে শুরু করেছেন।

Google Oneindia Bengali News

এবার লোকসভায় আগে রাহুল গান্ধী 'চৌকিদার চোর হ্যায়' প্রচারকে তুঙ্গে তুলতে চাইছিলেন। তাঁরা পাল্টা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ম্যায় ভি চৌকিদারে'-র প্রচারকে গণ আন্দোলনের রূপ দিতে শুরু করেছেন। সেই অভিযানে প্রধানমন্ত্রী 'চৌকিদার' নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে কথা বললেন 'চৌকিদার'দের সঙ্গে।

২৫ লক্ষ চৌকিদারের সঙ্গে কথা

বিজেপির তরফে ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' অভিযানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ লক্ষ চৌকিদারের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছিল। সেইমতো ভিডিও বার্তায় তিনি কথা বলেন সেইসব মানুষদের সঙ্গে যাঁরা মোদীর বার্তার পর ‘ম্যায় ভি চৌকিদার' স্লোগান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন।

‘চৌকিদার’কে বার্তা ‘চৌকিদার’দের

চৌকিদাররা বলেন, প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌকিদারদের ইজ্জত অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। তাঁরা বার্তা দেন, প্রধানমন্ত্রীজি আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি। পুরো দেশ আপনার সঙ্গে আছে। আপনার উন্নয়ন ভাবনা, আপনার পরিকল্পনার সঙ্গে আমরা ঐক্যমত্য। আমাদের বিশ্বাস আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

আপ্লুত মোদী শেয়ার করলেন ভাবনা

তাঁদের কথায় আপ্লুত মোদী বলেন, আমি দেশের উন্নয়নের ছোট্ট একজন ভাগীদার। আমিও একজন চৌকিদার। আপনারা সবাই দেশের চৌকিদার। দেশের চৌকিদারদের চোর বলেছেন কয়েকজন। আমি তাঁদের হয়ে ক্ষমা চাইছি। যাঁরা আমার ভাবনার সঙ্গে সহমত, দেশের উন্নতির চিন্তা করেন, দেশের উন্নয়নের জন্য কোনও কাজ করেন, তাঁরা সবাই চৌকিদার।

ফের ৩১ মার্চ ভিডিও কনফারেন্সে মোদী

এদিন ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' প্রচার অভিযানের শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে তা ভারতজুড়ে ছড়িয়ে দিতে তিনি ফের ৩১ মার্চ উপস্থিত হবেন ভিডিও কনফারেন্সে, দেশের চৌকিদারদের সঙ্গে কথা বলবেন। দেশবাসীর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেবেন।

‘ম্যায় ভি চৌকিদার’ ২০ লক্ষ

কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার জানান, ইতিমধ্যেই ২০ লক্ষ মানুষ টুইট করেছেন এই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' প্রসঙ্গে। এই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' স্লোগান তাই বৃহত্তর অভিযানের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।যাঁরা ‘ম্যায় ভি চৌকিদার' স্লোগান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন এই অভিযানে।

[আরও পড়ুন: এক বছরে চাকরি খেয়েছেন এক কোটির! মোদীর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ রাহুলের][আরও পড়ুন: এক বছরে চাকরি খেয়েছেন এক কোটির! মোদীর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ রাহুলের]

১ কোটির লক্ষ্যে মোদী

১ কোটির লক্ষ্যে মোদী

তিনি জানান, আগামী ৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫০০টি স্থানে একযোগে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। এখনই ২০ লক্ষ মানুষ ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' সম্পর্কে টুইট করেছেন। এই সংখ্যাটা ১ কোটিতে পরিণত করাই লক্ষ্য। সোশ্যাল মিডিয়া এবং নামো অ্যাপের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছতে চাইছে বিজেপি।

[আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে ভাঙন, লোকসভার আগে চারগুন শক্তি বাড়াবে কংগ্রেস, দাবি অধীরের ][আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে ভাঙন, লোকসভার আগে চারগুন শক্তি বাড়াবে কংগ্রেস, দাবি অধীরের ]

English summary
PM Narendra Modi interacts with 25 Lacs ‘Chowkider’ of India. On March 31 again BJP campaign from 500 places in country,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X