For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদে পাড়ি দিল চন্দ্রযান টু, সফল উৎক্ষেপণের পর মোদী দিলেন উৎসাহের বার্তা

চন্দ্রযান টু-এর সফল উক্ষক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন-বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও অভিনন্দন জানান।

Google Oneindia Bengali News

চন্দ্রযান টু-এর সফল উক্ষক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন-বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী লেখেন- ইসরোর গতি এবং স্থির সংকল্পের জন্য অভিনন্দন। এটা ১৩০ কোটি ভারতীয়র সংকল্পের একটা নমুনা মাত্র। এ জন্য প্রতিটি ভারতীয় আজ গর্বিত।

চাঁদে পাড়ি দিল চন্দ্রযান টু, মোদী দিলেন উৎসাহের বার্তা

এই চন্দ্রযান টু-এর উৎক্ষেপণ নিজের অফিসে বসে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফল উৎক্ষেপণের পর তিনি টুইটারে জানান, আমাদের বিজ্ঞানীরা আমাদের গর্বিত করে চলেছেন। বিজ্ঞানীদের তাই অভিনন্দন প্রাপ্য। প্রধানমন্ত্রী টুইটে আরও লেখেন, চন্দ্রযান টু চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে পাঠাবে পৃথিবীতে।

তিনি বলেন, এর আগে আর কোনও মহাকাশ অভিযান এমনভাবে তথ্য সংগ্র করতে চাঁদে নামতে পারেনি। এই অভিযান আমাদের নতুন তথ্য তুলে ধরল। আরও উৎসাহিত হয়ে কাজ করার বার্তা দিল। এই সফল উৎক্ষেপণ দেশের তরুণ বিজ্ঞানীরা আকৃষ্ট হবেন।

প্রধানমন্ত্রী বলেন, চন্দ্রযানের সফল মিশনের ফলে ভারতের লুনার প্রোগ্রামকে আরও সংগঠিত ও শক্তিশালী করা হবে। এদিন বেঙ্কাইয়া নাইডু বলেন, আইএসওআর-এর সফল উৎক্ষেপণের ফলে দেশ গর্বিত। আমাদের দেশের বিজ্ঞানীদের এর জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

English summary
PM Narendra Modi gives message for success of Chandrayan-2 launch. Modi watched the live telecast of ISRO’s launching.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X