For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের 'চাণক্য'-র প্রয়াণে বিশেষ বার্তা মোদীর, 'বন্ধু' হারিয়ে শোকস্তব্ধ গান্ধী পরিবার

Google Oneindia Bengali News

প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৭১ বছর৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায়৷

কী বলেন মোদী?

কী বলেন মোদী?

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে৷ ওঁর পুত্র ফৈজলের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি৷'

শোক প্রকাশ সোনিয়া গান্ধীর

শোক প্রকাশ সোনিয়া গান্ধীর

তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ তিনি বলেন, 'অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।'

যা বললেন রাহুল গান্ধী

যা বললেন রাহুল গান্ধী

রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ টুইটারে তিনি লেখেন, 'এটা দুঃখের দিন৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন৷ আমরা তাঁকে মিস করব৷ ফৈজল, মুমতাজ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই৷'

শোক জ্ঞাপন প্রিয়াঙ্কার

শোক জ্ঞাপন প্রিয়াঙ্কার

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও টুইটারে শোক প্রকাশ করেছেন৷ তিনি লেখেন, 'আহমেদজি শুধুমাত্র একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ সহকর্মীই ছিলেন না যাঁর কাছে আমি সবসময় উপদেশ নিতে যেতাম, তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি সর্বদা আমাদের পাশে দাঁড়াতেন, অবিচল থেকেছেন, অনুগত এবং নির্ভরযোগ্য ছিলেন৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল৷'

আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সুরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন৷ বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য ও দলের কোষাধ্যক্ষ পদে ছিলেন। ১ অক্টোবর তাঁর কোরোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৫ নভেম্বর তাঁকে গুরগাঁওয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়।

<strong>বাইডেনের নয়া সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন, ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে কী ভাবেন তিনি?</strong>বাইডেনের নয়া সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন, ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে কী ভাবেন তিনি?

English summary
PM Modi, Sonai, Rahul, Priyanka Gandhi paid their homage at demise of Congress leader Ahmed Patel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X