For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোটের আগেই হারার অজুহাত খুঁজে পেয়েছে বিরোধীরা', মহাজোটকে কটাক্ষ মোদীর

বিরোধী ঐক্যকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বিরোধী ঐক্যকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় শনিবার ব্রিগেড সমাবেশ করে ২০টির বেশি দলকে একমঞ্চে তুলে বিজেপিকে সরানোর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকীরাও তাতে সুর মিলিয়েছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গা থেকে আঞ্চলিক নেতারা ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক দিয়েছেন।

সেই মহাজোটকেই কটাক্ষ করেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়া ও মহারাষ্ট্রের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী বলেছেন, এঁরা একে অপরের সঙ্গে জোট বেঁধেছেন। আমরা ১২৫ কোটি মানুষের সঙ্গে জোট বেঁধেছি। বিরোধীরা হারার আগেই অজুহাত দিতে শুরু করে দিয়েছেন। ইভিএম মেশিনকে খলনায়ক বানাচ্ছেন। তবে মানুষ বোনা নয়। ওঁরা রং বদলালেও মানুষ ধরে ফেলবে।

শনিবার ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ইভিএম মেশিনকে চোর মেশিন বলে কটাক্ষ করেন। বিরোধীরা যাতে ইভিএম মেশিনের বদলে ব্যালট পেপারে ভোটের জন্য নির্বাচন কমিশনে তদ্বির করেন, সেই দাবিও ফারুক জানিয়েছেন।

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাম মাধব বলেন, বিরোধীরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রসঙ্গে কিছু বলব না। আগে কংগ্রেস জানাক - তাহলে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে ওঁরা কীভাবে জিতল? তারপরে এই প্রশ্নের জবাব বিজেপি দেবে বলে মন্তব্য করেছেন রাম মাধব।

English summary
PM Modi slams opposition's Kolkata rally, says they are already making excuses before defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X