For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার অমৃত মহোৎসবে ৭ টি উদ্যোগের উদ্বোধন! অমৃতকাল ঘুমিয়ে স্বপ্ন দেখার নয়, বললেন মোদী

আজাদিকা অমৃত মহোৎসব সে স্বার্নিম ভারত কি ওর-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অমৃত কাল ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো নয়, জেগে সংকল্প পূরণের জন্য। সামনের ২৫ বছর কঠোর

  • |
Google Oneindia Bengali News

আজাদিকা অমৃত মহোৎসব সে স্বার্নিম ভারত কি ওর-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অমৃত কাল ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো নয়, জেগে সংকল্প পূরণের জন্য। সামনের ২৫ বছর কঠোর পরিশ্রম , ত্যাগ ও সাধনার মাধ্যমে তা পাওয়া যেতে পারে। শতবছরের দাসত্বে আমাদের সমাজ অনেক কিছু হারিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সাতটি উদ্যোগের উদ্বোধন

সাতটি উদ্যোগের উদ্বোধন

প্রধানমন্ত্রী এদিন ব্রহ্মকুমারীদের সাতটি উদ্যোগের উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে মাই ইন্ডিয়া হেলদি ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত স্বনির্ভর কৃষক, মহিলাদের ভারতের পতাকাবাহী, পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেন, আন্দেখা ভারত সাইকেল র‍্যালি, ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক ক্যাম্পেন এবং স্বচ্ছ ভারত অভিযানের অধীন সবুজ উদ্যোগ।

 মাই ইন্ডিয়া হেলদি ইন্ডিয়া

মাই ইন্ডিয়া হেলদি ইন্ডিয়া

মাই ইন্ডিয়া হেলদি ইন্ডিয়ার উদ্যোগে আধ্যাত্মিকতা, সুস্থতা এবং পুষ্টির ওপর নির্ভর করে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অনুষ্ঠান করা হবে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল ক্যাম্প, ক্যান্সার স্ক্রিনিং, চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য কনফারেন্স।

আত্মনির্ভর ভারত, স্বনির্ভর কৃষক

আত্মনির্ভর ভারত, স্বনির্ভর কৃষক

আত্মনির্ভর ভারত, স্বনির্ভর কৃষকের অধীনে ৭৫ টি কৃষক ক্ষমতায়ন অভিযান, ৭৫ টি কৃষক সম্মেলন, ৭৫ টি কৃষক প্রশিক্ষণ শিবির করা হবে। এছাড়াও কৃষকদের কল্যাণের জন্য এই ধরনের আরও বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হবে।

মহিলাদের ভারতের পতাকাবাহী

মহিলাদের ভারতের পতাকাবাহী

মহিলাদের অধীনে ভারতের পতাকা বহনকারীর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং কন্যা শিশুর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক পরিবর্তনের দিকে মন দেওয়া হবে।

পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেন

পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেন

৭৫ টি শহর ও তহশিলে পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেন করা হবে। আদকের তরুণরা যে পরিবর্তিত হয়েছে, তার একটি প্রদর্শনী করা হবে।

আন্দেখা ভারত সাইকেল র‍্যালি

আন্দেখা ভারত সাইকেল র‍্যালি

আন্দেখা ভারত সাইকেল র‍্যালির মাধ্যমে ঐতিহ্য ও পরিবেশের মধ্যে সংযোগ স্থাপন করা হবে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে।

ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক ক্যাম্পেন

ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক ক্যাম্পেন

ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক ক্যাম্পেন হবে মাউন্ট আবু থেকে দিল্লি পর্যন্ত। এই যাত্রাপথে থাকবে বেশ কয়েকটি শহর।

স্বচ্ছ ভারত অভিযানের অধীন সবুজ উদ্যোগ

স্বচ্ছ ভারত অভিযানের অধীন সবুজ উদ্যোগ

এর আওতায় মাসিক পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি ক্লিনিং এবং সচেতনতামূলক প্রচার অভিযান করা হবে।

শৈত্যপ্রবাহের সঙ্গে ১১ রাজ্যে হবে শিলাবৃষ্টি! সতর্কবার্তা আবহাওয়া দফতরেরশৈত্যপ্রবাহের সঙ্গে ১১ রাজ্যে হবে শিলাবৃষ্টি! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

English summary
PM Modi says, Amrit Kaal is not dreaming while sleeping but fulfilling resolution by waking up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X